প্রতিবেদন: ভারত সরকার যতই পাঁচ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ গড়ে তোলার স্বপ্ন দেখাক, সেই স্বপ্ন সার্থক করার আগে আমাদের জনসংখ্যা বৃদ্ধিজনিত চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। সাফ জানালেন ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি৷ ১৯৭৫ সালে দেশে জারি হওয়া জরুরি অবস্থার সময় থেকেই আমাদের দেশে কোনওদিন জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়নি, নিজের অবস্থান ব্যক্ত করে জানিয়েছেন নারায়ণ মূর্তি৷
আরও পড়ুন-আদানি পাওয়ারকে সুবিধা করে দিতে তড়িঘড়ি নিয়মবদল কেন্দ্রের
মারাত্মক হারে বেড়ে চলা জনসংখ্যা দেশের উন্নয়ন ও আর্থিক বৃদ্ধির পরিপন্থী হয়ে উঠতে পারে অদূর ভবিষ্যতে, আশঙ্কা প্রকাশ করেছেন প্রবীণ শিল্পপতি৷ ভারতে বর্তমানে জনসংখ্যা ১৪০ কোটি ছাড়িয়ে গিয়েছে৷ ২০৩৬ সালের মধ্যে আমাদের দেশের জনসংখ্যা ১৫২ কোটি ছাড়াবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সমীক্ষা রিপোর্টে৷ এই আবহে নারায়ণমূর্তির অভিমত হল জনসংখ্যা, স্বাস্থ্য পরিষেবা এবং মাথাপিছু জমির ক্ষেত্রে উদ্ভূত চ্যালেঞ্জের মোকাবিলা না করলে ভারতের সার্বিক বিকাশ ব্যহত হতে পারে৷