প্রতিবেদন : বৃহস্পতিবার নতুন করে নবম-দশমে শিক্ষক নিয়োগের (SSC Recruitment) প্রক্রিয়া শুরু হয়ে গেল। নিয়োগের জন্য কমিশনের কাছে যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা চেয়েছে কলকাতা হাইকোর্ট। ওয়েটিং লিস্টে যাঁরা রয়েছেন এবার তাঁদের মধ্যে থেকে নিয়োগ করা হবে। সেই প্রক্রিয়াও এদিন শুরু হল। এর পাশাপাশি গ্রুপ ডি ও গ্রুপ সি-তে যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য ২৮ সেপ্টেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলেই জানা গিয়েছে। অন্যদিকে বৃহস্পতিবারই প্রাথমিকে ১৮৭ জনের মধ্যে ১৮৫ জনকে নিয়োগপত্র পাঠানো হয়েছে পর্ষদের পক্ষ থেকে। বৃহস্পতিবার কমিশনের দফতরে এসএসসির ত্রিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের আইনজীবী, মামলাকারীদের আইনজীবী ও মধ্যশিক্ষা পর্ষদের প্রতিনিধিরা। এই নিয়ে আদালত একটি নির্দেশও দিয়েছে। এই ত্রিপাক্ষিক বৈঠকে নতুন চাকরিপ্রার্থীদের কীভাবে নিয়োগ (SSC Recruitment) করা হবে তার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বুধবারই এ সংক্রান্ত একটি মামলায় মাধ্যমিকে যোগ্য প্রার্থীদের চাকরি দিতে হবে বলে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে নিয়োগ প্রক্রিয়াও শুরু হতে চলেছে। কমিশনের তরফে এই ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম, সুদীপ্ত দাশগুপ্ত এবং কমিশন ও পর্ষদের আইনজীবী কুহেলী ভট্টাচার্য ও সুতনু পাত্র। এছাড়াও পর্ষদ ও কমিশনের কর্তারা উপস্থিত ছিলেন এই বৈঠকে। এদিন মূলত মেধাতালিকা ও ওয়েটিং লিস্ট খতিয়ে দেখা হয়।
আরও পড়ুন-কুর্মি-বিক্ষোভে ৭২ ঘণ্টা বন্ধ রেল ও সড়ক, দুর্ভোগ মানুষের, খাদ্যে টান, জট খুলতে এগোল রাজ্য