ভারত সম্পর্কে ইতিবাচক ধারণা কমছে, রিপোর্ট

Must read

প্রতিবেদন: ভারতের (Positive perception of India) প্রতি ইতিবাচক ধারণা কমছে বিশ্বের। দাবি আন্তর্জাতিক সমীক্ষায়। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টারের সমীক্ষায় উঠে এল পৃথিবীর ১৯টি দেশের সংখ্যাগরিষ্ঠ প্রাপ্তবয়স্ক মানুষ আদৌ মনে করেন না বহির্বিশ্বে ভারতের প্রভাব বেড়েছে।
একইভাবে ১২টি দেশের মাত্র ৩৭ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ মনে করেন মোদি জমানায় ভারতে সবকিছু ঠিকঠাক চলছে। ওই দেশগুলির ৪০ শতাংশের বেশি মানুষের মোদি সম্পর্কে কোনও আগ্রহ নেই। সেইসঙ্গে মোদি জমানায় ভারত এগোচ্ছে বলে তাঁরা মনে করেন না। মোদিকে যাঁরা ‘বিশ্বগুরু’ বানাতে চান তাঁদের হতাশ করবে মার্কিন সমীক্ষার রিপোর্ট। সমীক্ষায় দেখা যাচ্ছে, বহির্বিশ্বের অধিকাংশ দেশে ভারত সম্পর্কে ইতিবাচক মনোভাব ক্রমশ কমে যাচ্ছে। বহু দেশের মানুষ মোদির নামও শোনেননি। মূলত ইউরোপের দেশগুলিতে ভারত সম্পর্কে ইতিবাচক ধারণার গ্রাফ আগের চেয়ে অনেকটাই নেমে গিয়েছে।
পিউ রিসার্চ সেন্টার ভারতে (Positive perception of India) জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার ঠিক আগে এই সমীক্ষা প্রকাশ করেছে। যেখানে ভারতের পাশাপাশি আরও ২৩টি দেশের ৩০ হাজার ৮৬১ প্রাপ্তবয়স্ক মানুষের সঙ্গে কথা বলে তাঁদের মতামতের ভিত্তিতে এই সমীক্ষা প্রস্তুত করা হয়েছে। ওয়াশিংটনে ওই সমীক্ষার ফল ঘোষণা করা হয়। সমীক্ষা চালানো হয়েছে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি থেকে ২২ মে পর্যন্ত। নরেন্দ্র মোদির ‘নতুন ভারত’-এর পক্ষে চিন্তার বিষয় এটাই যে ভারত সম্পর্কে ইতিবাচক ধারণা অধিকাংশ দেশে দ্রুত কমে যাচ্ছে। এর বড় উদাহরণ ফ্রান্স। ২০০৮ সালে ওই দেশের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ ভারত সম্পর্কে ইতিবাচক মতামত দিতেন। ২০২৩ সালে তা কমে দাঁড়িয়েছে ৩৯ শতাংশে! গত ১৫ বছরে ভারত সম্পর্কে ৩১ শতাংশ মানুষের ধারণা খারাপ হয়ে গিয়েছে। এই অধোগতি সবচেয়ে বেশি ইউরোপে। জার্মানিতে ২০০৮ সালে ৬০ শতাংশের চোখে ভারত অনুকূল ছিল, এখন সেটা কমে হয়েছে ৪৭ শতাংশ।

আরও পড়ুন- এশিয়াড সোনায় চোখ প্রজ্ঞানন্দের, আনন্দকে সরিয়ে এক নম্বর গুকেশ

Latest article