সপ্তাহশেষে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণে

সূচকের শীর্ষে ওঠার প্রতিযোগিতায় নেমেছে যেন গরম। ক্রমে ঊর্ধ্বমুখী পারদ। এরমধ্যেই দক্ষিণের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা।

Must read

প্রতিবেদন : সূচকের শীর্ষে ওঠার প্রতিযোগিতায় নেমেছে যেন গরম। ক্রমে ঊর্ধ্বমুখী পারদ। এরমধ্যেই দক্ষিণের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা। রীতিমতো ঘেমেনেয়ে নাজেহাল অবস্থা সকলের। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় তাপপ্রবাহের কমলা সর্তকতা কথা জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। বঙ্গোপসাগরে এখনও থমকে রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।

আরও পড়ুন-৩০ বছরের জন্য নিশ্চিত বোলপুরের ২২ ওয়ার্ডের পানীয় জল

ফলে বর্ষা এখনও দক্ষিণবঙ্গে প্রবেশ করেনি। ১৪ জুন থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কারণ দুটি ঘূর্ণবাত অক্ষরেখাই সক্রিয় হয়েছে। উত্তর-পশ্চিম বিহার থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা এবং পূর্ব বিহারে সৃষ্টি হয়েছে ঘূর্ণবাত। এর ফলে বঙ্গোপসাগর থেকে হু হু করে জলীয় বাষ্প প্রবেশ করছে। শুক্রবার থেকে টানা তিনদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া।

Latest article