বন্দে মাতরম নিয়ে ময়না তদন্ত করা দুর্ভাগ্যজনক

১৫০ বছর পরে বন্দে মাতরম নিয়ে ময়নাতদন্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের সবার উচিত দেশের স্বাধীনতা সংগ্রামীদের আদর্শে বন্দে মাতরমকে কুর্নিশ করা

Must read

নয়াদিল্লি : ১৫০ বছর পরে বন্দে মাতরম নিয়ে ময়নাতদন্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের সবার উচিত দেশের স্বাধীনতা সংগ্রামীদের আদর্শে বন্দে মাতরমকে কুর্নিশ করা৷ রাজ্যসভায় বললেন, তৃণমূলের প্রবীণ সাংসদ সুখেন্দুশেখর রায়। বন্দে মাতরম রাষ্ট্রগানের সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ সংসদীয় আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে মঙ্গলবার বন্দে মাতরম প্রসঙ্গে অজানা অনেক তথ্য তুলে ধরলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়৷ মঙ্গলবার সংসদের উচ্চকক্ষে দাঁড়িয়ে সুখেন্দুশেখর রায় বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সবার আগে বন্দে মাতরম গান গেয়েছিলেন৷ তার আগে ১৮৮৬ সালে কলকাতার টাউন হলে বন্দে মাতরম গানটি গেয়েছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্ধু, কবি, আইনজীবী হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়৷ এই ইতিহাস আমরা ভুলে গেছি৷

আরও পড়ুন-হার্দিকের দাপটে জয় হো

বন্দে মাতরম স্লোগানটির ইতিহাস ব্যাখ্যা করতে গিয়ে সুখেন্দুশেখর রায় মনে করিয়ে দেন, সবার আগে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সামনে কলকাতার খিদিরপুরে প্রথম বন্দে মাতরম স্লোগানটি ধ্বনিত হয়৷ কোন আবেগে বন্দে মাতরম গোটা দেশকে একসূত্রে বেঁধেছে, তার ইতিহাস জানা প্রয়োজন সবার, রাজ্যসভায় দাঁড়িয়ে মনে করিয়ে দেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়৷

Latest article