সংবাদদাতা, শান্তিনিকেতন : ফের ছাত্রকে শোকজ নোটিশ বিশ্বভারতীর কর্তৃপক্ষের। পল্লি সংগঠন বিভাগের রুর্যাল ম্যানেজমেন্টের ছাত্র সোমনাথ সৌয়ের অপরাধ, সমাজমাধ্যমে তিনি নোবেলজয়ী অমর্ত্য সেনকে বারবার অপমানজনক চিঠি দেওয়া নিয়ে প্রতিবাদ করেন। ওই পোস্টের পরই তাঁকে কারণ দর্শানোর চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছে, কেন তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের বিধি প্রয়োগ হবে না?
আরও পড়ুন-যোগীরাজ্যে উচ্ছেদের সময় পুড়ে মৃত্যু মা ও মেয়ের, অভিযোগের তির পুলিশের দিকে
সম্প্রতি উচ্চ আদালতের এক আদেশনামার বলে নিঃশর্ত ক্ষমা চাওয়ার ভিত্তিতে বিশ্বভারতী তাঁকে ভর্তি করতে বাধ্য হয়। সোমনাথ তাঁর পোস্টে লেখেন, ‘অমর্ত্য সেনকে স্বার্থসিদ্ধির জন্য টার্গেট করা হচ্ছে…’। ফলে ফের উপাচার্যর বিষনজরে পড়েন তিনি। আগেও নানা অছিলায় তাঁর ভর্তি আটকে দেন কর্তৃপক্ষ। সেক্ষেত্রে ছিল বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন করার অভিযোগ। আদালতের নির্দেশে ভর্তি নিতে বাধ্য হলেও আবার হেনস্তা শুরু হল।