বিজেপি-রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস, সংসদীয় কমিটির বৈঠকে ঝড় তুলবে তৃণমূল

বিরোধীদের সাফ কথা, ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে আলোচনা করতে হলে বিজেপি শাসিত রাজ্যগুলিতেও সন্ত্রাসের স্পষ্ট ছবি তুলে ধরতে হবে কমিটির বৈঠকে

Must read

প্রতিবেদন: ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে সংসদীয় স্থায়ী কমিটিতে পর্যলোচনায় বিজেপি যদি নিজেদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে চেষ্টা করে তবে তার তীব্র প্রতিবাদ করবে তৃণমূল কংগ্রেস। বিরোধীরা ঝড় তুলবে মোদি সরকারের বিরুদ্ধে। বিরোধীদের সাফ কথা, ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে আলোচনা করতে হলে বিজেপি শাসিত রাজ্যগুলিতেও সন্ত্রাসের স্পষ্ট ছবি তুলে ধরতে হবে কমিটির বৈঠকে। কিন্তু তা না করে মোদির দল যদি শুধুমাত্র বাংলা নিয়ে মিথ্যাচার করতে চায় তাহলে ছেড়ে কথা বলবে না তৃণমূল।

আরও পড়ুন-অশান্তি কি জিইয়ে রাখতে চায় ডবল ইঞ্জিন সরকার? মণিপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই নিরাপত্তা বাহিনীর, হত ১১

মঙ্গলবার এই বিষয় নিয়ে উত্তপ্ত হয়ে ওঠার সম্ভাবনা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক। বিরোধীরা জানিয়ে দিয়েছে গোটা দেশের সব রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে পর্যালোচনা করা হলে তাদের কোনও আপত্তি নেই, জানাচ্ছেন কমিটির সদস্য বিরোধী সাংসদরা৷ কিন্ত্ত যদি দেখা যায়, ভোট পরবর্তী হিংসা পর্যালোচনা করতে গিয়ে শুধু মাত্র পশ্চিমবঙ্গের মত রাজ্যকেই চেপে ধরার চেষ্টা হচ্ছে, তাহলে তাঁরা চুপ করে থাকবেন না, সাফ জানাচ্ছেন বিরোধী শিবিরের সদস্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা৷ এই প্রসঙ্গেই তাঁদের দাবি, বাংলায় ভোট পরবর্তী হিংসার ঘটনা নামমাত্র, হাতে গোণা৷ মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের মত বিজেপি শাসিত রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা অনেক বেশি হলেও সেই বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটে থাকেন বিজেপি নেতা, কর্মী সাংসদ এবং কেন্দ্রীয় আধিকারিকরা৷ সবার আগে এই রাজ্যগুলির পরিস্থিতি খতিয়ে দেখা হোক৷
উল্লেখ্য, এর আগে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি(জেপিসি)তে ঝড় উঠেছে৷ মোদি সরকারের দূরভিসন্ধি মেনে নিয়ে ওয়াকফ সংশোধনী বিল পাস করাতে গিয়ে কোনওভাবেই সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হবে না, সাফ দাবি জানিয়েছেন জেপিসির সদস্য বিরোধী শিবিরের সাংসদরা৷ এই প্রসঙ্গে লোকসভার স্পিকারের কাছে দরবারও করেছেন তাঁরা৷ এর পাশাপাশি শাসক শিবিরের সদস্যদের মনোভাবের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন রাজ্যের ট্যুরও বয়কট করা হয়েছে৷ এই আবহে এবার ভোট পরবর্তী হিংসা নিয়েও শাসক-বিরোধী মতান্তরের পরিবেশ তৈরি হতে পারে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে, অনুমান করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ৷

Latest article