প্রতিবেদন :আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo) চালু হল ডাকটিকিট। চিড়িয়াখানার দেড়শো বছর পূর্তি উপলক্ষে বুধবার বনমন্ত্রী বীরবাহা হাঁসদা ডাকটিকিটের উদ্বোধন করেন। পাশাপাশি চিড়িয়াখানার ডিজিটাল লাইব্রেরিরও সূচনা হয় এদিন। এই ডিজিটাল লাইব্রেরিতে গিয়ে এখানকার দুষ্প্রাপ্য বই ও গুরুত্বপূর্ণ নথি পড়তে পারবেন সকলেই। এদিন উদ্বোধনের পর চিড়িয়াখানায় (Alipore Zoo) দাঁড়িয়ে নস্টালজিক হয়ে পড়েন মন্ত্রী বীরবাহা হাঁসদা। হারিয়ে যান ছোটবেলায়। সকলের সঙ্গে ভাগ করে নেন সেই স্মৃতি। তিনি বলেন, বাবা-মায়ের সঙ্গে ছোটবেলায় চিড়িয়াখানা ঘুরতে এসেছিলাম। লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে চিড়িয়াখানায় ঢুকে ছিলাম। আইসক্রিম কিনে দিয়েছিলেন বাবা। সেই আইসক্রিমের স্বাদ এখনকার আইসক্রিমে নেই। মন্ত্রীর স্মৃতিচারণা শুনে এদিন সকলেই হারিয়ে যান শৈশবে। উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ওয়েস্টবেঙ্গল ফরেস্ট ডেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ভাইস চেয়ারম্যান ডঃ মারিয়া ফার্নান্ডেজ, বনদফতরের প্রধান সচিব দেবল রায়, তৃপ্তি শা প্রমুখ।
আরও পড়ুন- প্রকাশিত হল প্রাথমিক টেটের ফল, পরীক্ষার্থীদের শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর