মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে এসে সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন, ভ্যালুয়েশন বোর্ডের কর বাতিলের কথা। সেই খুশিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কোচবিহার জুড়ে পড়েছে ফেস্টুন। কোচবিহার নাগরিকবৃন্দের নামে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া এই পোস্টারে ছয়লাপ গোটা জেলা।
আরও পড়ুন-আমাকে ওরা বিজেপিতে যেতে চাপ দিচ্ছে, কেজরিওয়ালের বিস্ফোরণে খুলে গেল গেরুয়া মুখোশ
তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকভাবে শহরবাসীকে কর থেকে মুক্ত করেছেন। এতে খুশি হয়েই শহরের সাধারণ মানুষ এই ফেস্টুন লাগিয়েছে। শহরের বিভিন্ন ওয়ার্ডে, সাগরদিঘির পাড়, কাছারি মোড়, পুরসভার সামনে ইত্যাদি বিভিন্ন জায়গায় এই পোস্টারে ছেয়ে গিয়েছে। ২৯ জানুয়ারি কোচবিহারে সরকারি মঞ্চে এসে মুখ্যমন্ত্রী হাতে পেয়েছিলেন দাবিপত্র। এরপরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, কোনও কর আপাতত শহরবাসীকে দিতে হবে না। যে নোটিশ পাঠানো হচ্ছে, তা আপাতত বন্ধ রাখতে হবে। পরে তিনি এ ব্যাপারে কথা বলবেন। মঞ্চে তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ও কোচবিহার পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষকে ডেকেও এ ব্যাপারে কথা বলেন তিনি। জানা গিয়েছে, পুর এলাকার বাসিন্দাদের বাড়ি বা দোকান-সহ একাধিক বিষয়ে সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে কর পরিশোধ করতে ভ্যালুয়েশন বোর্ডের নোটিশ জারি করেছিল পুরসভা। আপাতত
সেই বর্ধিত করের চাপ থেকে মুক্তি পেয়ে খুশি কোচবিহারবাসী। তাই ধন্যবাদজ্ঞাপক পোস্টার।