সংবাদদাতা, বোলপুর : বোলপুর ব্যবসায়ী সমিতি ও কবিগুরু হস্তশিল্প সমিতির আবেদনের ভিত্তিতে বুধবার বিশ্বভারতীর কেন্দ্রীয় পাঠাগারে পৌষমেলা (Poush Mela) নিয়ে বৈঠক করেন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সরেন। দু’ঘণ্টার বৈঠক শেষে বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ জানান, ‘২০১৯ সালে বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্টের উদ্যোগে পূর্বপল্লির ঐতিহ্যপূর্ণ মাঠে শেষবার পৌষমেলা সংগঠিত হয়। পাঁচ বছর পর ঠিক সেভাবেই আগামী ৭ পৌষ মেলার উদ্বোধন হতে চলেছে বিশ্বভারতীর উদ্যোগে। কিন্তু মেলার সম্পূর্ণ দায়িত্বে থাকছে শান্তিনিকেতন ট্রাস্ট। জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সহযোগিতা চেয়ে দ্রুত বৈঠক ডাকা হবে। ওই বৈঠকেই পৌষমেলার (Poush Mela) গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বোলপুর পুরসভাকেও মেলার আয়োজন করার ক্ষেত্রে আহ্বান জানানো হবে।’ অতীতের মতো ফের চলতি বছর শান্তিনিকেতন ট্রাস্টের উদ্যোগে পৌষমেলা অনুষ্ঠিত হবে শুনে খুশি আশ্রমিক থেকে প্রবীণরা। আলাপনী সমিতির সভাপতি মনীষা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটা সকলের জন্য সুখবর। আমাদের পৌষমেলাকে ফিরে পাচ্ছি। প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী যেভাবে পৌষমেলার ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিয়েছিলেন সেখান থেকে বিশ্বভারতী আবার আলোর দিশা দেখাতে পেরেছে, সেজন্য তাদের ধন্যবাদ।’
আরও পড়ুন-মাধ্যমিক : রাইটারের আবেদনও অনলাইনে