প্রতিবেদন : অনুযায়ী শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলার স্টল বুকিং শুরু হয়েছে সোমবার থেকে। এই মর্মে রাজ্য সরকার, জেলা প্রশাসন ও বিশ্বভারতী কর্তৃপক্ষের বৈঠকে সিদ্ধান্ত হয়। সেইমতো প্রথম দিনেই বিপুল সাড়া মেলে স্টল বুকিংয়ের ক্ষেত্রে। প্রথম দিন ৬০০-রও বেশি স্টল অনলাইনে বুকিং করেছেন হস্তশিল্পী ও ব্যবসায়ীরা। এদিন সকাল থেকেই হস্তশিল্পী ও ব্যবসায়ীরা নিজেদের মোবাইল ফোন কিংবা ইন্টারনেট ক্যাফের মাধ্যমে নাম, প্যান নম্বর ও মোবাইল নম্বর ব্যবহার করে অনলাইনে লগইন করে পৌষমেলার স্টল বুকিং করেন। বিশ্বভারতী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেন, প্রথম পর্যায়ে অনলাইন বুকিং প্রক্রিয়া আগামী ১৭ ডিসেম্বর সকাল ১১টা ২৯ মিনিট পর্যন্ত চলবে। পরবর্তী দুদিনে গত বছর অংশগ্রহণকারী হস্তশিল্পী ও ব্যবসায়ীদের বাদ দিয়ে সর্বসাধারণকে স্টল বুকিংয়ের সুযোগ দেওয়া হবে।
আরও পড়ুন-নতুন বছরে আলোয় সাজবে দিঘা, বাড়ছে নিরাপত্তাও
পৌষমেলার ওয়েবসাইটের মাধ্যমে জেলার হস্তশিল্পীদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং দূরদূরান্তের ব্যবসায়ীরাও ইতিমধ্যেই স্টল বুকিং করেছেন। তবে অনলাইনে স্টল বণ্টন ঘিরে কিছু অভিযোগ তুলেছেন কেউ কেউ। তাঁদের বক্তব্য, ২০২৪ সালেও স্টল ছিল, কিন্তু এবছর সাইট লগইন করেও তাঁদের নাম দেখতে পাচ্ছেন না। এই বিষয়ে বিশ্বভারতীর স্টল বণ্টন উপসমিতির তরফে জানানো হয়েছে, আইআইটি খড়্গপুরের সহায়তায় ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। স্টল বণ্টনে যে কোনওরকম অনিয়ম বা অভিযোগ রুখতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট কড়া পদক্ষেপ করেছে। জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। স্টল বণ্টন সংক্রান্ত কোনও অভিযোগ এলেই তা খতিয়ে দেখা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। অন্যদিকে, হস্তশিল্পী সমিতির সম্পাদক আমিনুল হুদা বলেন, অনলাইনে বুকিং ব্যবস্থায় কিছু কিছু টেকনিক্যাল সমস্যার কারণে কেউ কেউ বুকিং করলেও ম্যাপে স্টল দেখতে পাচ্ছেন না। প্রথম দিন এত বড় পরিসরে কাজ শুরু হলে কিছু সমস্যা থাকতেই পারে। সমস্যা হলেই সমাধান করবেন কর্তৃপক্ষ। তবে অনেক হস্তশিল্পী ও ব্যবসায়ী অনলাইন ব্যবস্থাপনার প্রশংসাও করে বলেন, এ বছর অনলাইনে প্লট বুকিং ব্যবস্থা অত্যন্ত সহজ ও স্বচ্ছ হয়েছে। ২০২৪ সালের কাগজপত্র ঠিকঠাক থাকলে শুধু প্যান নম্বর দিয়েই স্টল বুকিং করা যাচ্ছে।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…