গরিব বাড়ছে মোদির শাসনে, ঠেস গড়করির

কেন্দ্রীয় মন্ত্রীর কথাতেই স্পষ্ট, কীভাবে কেন্দ্রীয় অর্থনীতি একাংশের ধনী বিত্তশালীদের উপার্জনের পথ আরও প্রশস্ত করে দিচ্ছে!

Must read

প্রতিবেদন : কেন্দ্রের যেসব প্রকল্প সাধারণ মানুষের হাতে অর্থ তুলে দেওয়ার জন্য তৈরি হয়েছিল, সেইসব প্রকল্পে কী হারে অর্থ বরাদ্দ কমিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার; কেন্দ্রীয় বাজেটের (budget) জবাবি ভাষণে সেই তথ্য তুলে ধরেছিলেন তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে ক্রমশ উন্নতির পথে যাওয়ার কথা ছিল দেশের মানুষের, তা নিম্নগতি হয়েছে।

আরও পড়ুন-খুলল কসবা ল কলেজ

এবার সেই একই কথা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির মুখেও। বিজেপির একাধিক নীতি নিয়ে বারবার প্রশ্ন তোলা মন্ত্রীর স্পষ্ট দাবি, দেশে গরিব বেড়ে যাচ্ছে ও একাংশের হাতেই দেশের অর্থ কেন্দ্রীভূত হচ্ছে। গড়করির বক্তব্য, অর্থনৈতিক ব্যবস্থা এমন হবে অর্থের কেন্দ্রীকরণ যেন না হয়। কিন্তু ধীরে ধীরে দেশে গরিব বেড়ে যাচ্ছে। আর কিছু সংখ্যক ধনীর হাতে সব সম্পত্তি কেন্দ্রীভূতকরণ হওয়া উচিত নয়। কেন্দ্রীয় মন্ত্রীর কথাতেই স্পষ্ট, কীভাবে কেন্দ্রীয় অর্থনীতি একাংশের ধনী বিত্তশালীদের উপার্জনের পথ আরও প্রশস্ত করে দিচ্ছে!

Latest article