বিদ্যুতের চরম সংকট! পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানেও কড়া নির্দেশ

Must read

প্রতিবেদন : নেই জ্বালানি। ফলে তৈরি করা যাচ্ছে না বিদ্যুৎ। এর জেরে ব্যাপক বিদ্যুৎ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান (Pakistan Power Crisis)। তাই বিদ্যুৎ বাঁচাতে মরিয়া পাক সরকার। ওয়ার্ক ফ্রম হোম করতে উৎসাহ দিচ্ছে সরকার। একটি বিবৃতিতে পাক সরকারের তরফে বলা হয়েছে, প্রতি শনিবার বন্ধ থাকবে সমস্ত কর্মক্ষেত্র। এমনকী রাত দশটার আগেই শেষ করে ফেলতে হবে বিয়েবাড়ির অনুষ্ঠান।

আরও পড়ুন: অস্ত্র ও ত্রাণসামগ্রী পাঠান বিশ্বের কাছে আর্তি জেলেনস্কির

এমতাবস্থায় পাক সরকারের তরফে সরকারি অফিসের বিদ্যুতের (Pakistan Power Crisis) ব্যবহার কমাতেও বেশ কিছু কাটছাঁট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি অফিসারদের জন্য বরাদ্দ করা বিদ্যুতের পরিমাণ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, আগের তুলনায় চল্লিশ শতাংশ কম বিদ্যুৎ ব্যবহার করার কথা বলা হয়েছে। দেশের তথ্যমন্ত্রী মরিয়ম ঔরঙ্গজেব বলেছেন, চেষ্টা করছি আগের তুলনায় বিদ্যুতের ব্যবহার দশ শতাংশ কমিয়ে ফেলতে।

এছাড়াও একদিন পরপর রাস্তার আলো নিভিয়ে রাখা হবে কিনা, সেই নিয়েও কথা চলছে স্থানীয় আধিকারিকদের সঙ্গে। তা ছাড়াও প্রতি শুক্রবার বাধ্যতামূলক ভাবে ওয়ার্ক ফ্রম হোম করতে নির্দেশ দিতে পারে পাক সরকার।

Latest article