প্রতিবেদন : গোটা রমজান মাস তো বটেই, ইদের মুখেও বিদ্যুৎ সংকট থেকে নিস্তার নেই পাক নাগরিকদের। একে ভয়ঙ্কর গরম, তায় তীব্র বিদ্যুৎ ঘাটতি (Pakistan Power Crisis)। জোড়া ফলায় নাজেহাল পাকিস্তান। জানা যাচ্ছে, শহরের দিকে ছয় থেকে ১০ ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে। গ্রামের দিকে আট থেকে ১৬ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। এমনিতেই গরমে নাভিশ্বাস উঠেছে মানুষের। আবহাওয়া অফিস বলছে, তাপপ্রবাহের কবলে পড়তে পারে গোটা পাকিস্তান। জারি হয়েছে লাল-কমলা সতর্কতা। এই অবস্থায় লাগাতার বিদ্যুৎবিচ্ছিন্ন থাকায় প্রবল ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাক সংবাদপত্র দ্য ডন জানাচ্ছে, দেশে ছয় থেকে সাত হাজার ইউনিটের বিদ্যুৎ ঘাটতি থাকছে। ফলে দেশজুড়ে লোডশেডিং হচ্ছে। শহরের অবস্থা একটু ভালো। তবে গ্রামে বিদ্যুৎসংযোগ প্রায় বিচ্ছিন্ন। লাহোর শহরেই আট ঘণ্টা বা তার বেশি সময় ধরে লোডশেডিং হচ্ছে। ছয় ঘণ্টা দিনে ও দুই ঘণ্টা রাতে। খানেওয়াল শহরে ১২ থেকে ১৪ ঘণ্টা লোডশেডিং থাকছে। রমজানের মাসে লোডশেডিংয়ের ফলে মানুষ অপরিসীম কষ্টে আছে। কিন্তু কেন এই সঙ্কট? জিও টিভির রিপোর্ট বলছে, জ্বালানি সংকট ও প্রযুক্তিগত কারণে এরকম লোডশেডিং (Pakistan Power Crisis) হচ্ছে। পাকিস্তানে এখন বিদ্যুতের চাহিদা ২৫ হাজার মেগাওয়াট। উৎপাদন হচ্ছে মাত্র ১৮ হাজার মেগাওয়াটের মতো। যদিও প্রশাসন বলছে, জ্বালানির সঙ্কট সাময়িক। খুব তাড়াতাড়ি পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে। সদ্য দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (PM Shahabaz Sharif) নির্দেশ দিয়েছেন, মে মাসের প্রথম সপ্তাহ থেকেই যেন দেশে বিদ্যুৎ-ঘাটতির সমস্যা না-থাকে, তা নিশ্চিত করতে হবে। তিনি সমাধান খুঁজতে সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠকও করেছেন।
আরও পড়ুন: বেলাগাম লোডশেডিং