বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা মিটিয়ে নজির রাজ্যের

Must read

প্রতিবেদন : গরম পড়তেই রাজ্যে বিদ্যুতের (West Bengal Electricity) চাহিদা তুঙ্গে উঠল। নজির গড়ে বৃহস্পতিবার রাতে রাজ্যে বিদ্যুতের চাহিদা ১০,০০০ মেগাওয়াটের মাইলস্টোন টপকে গেল। রাজ্য বিদ্যুৎ দফতরের তথ্য বলছে, বৃহস্পতিবার অর্থাৎ ২৪ এপ্রিল ২০২৫ রাত ১১টায় পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার অধীনস্থ এলাকায় বিদ্যুতের (West Bengal Electricity) চাহিদা ছিল ১০,০৯০ মেগাওয়াট, যা সর্বকালীন রেকর্ড। আর সেই পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করে নয়া নজির গড়ল রাজ্যের বিদ্যুৎ দফতর। এর আগে গত বছর ১৬ জুন রাজ্যে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১০,৫০৭ মেগাওয়াট। যা ছিল স্বাধীনতার পরবর্তী সময়ে সর্বকালীন রেকর্ড। এই বছর এপ্রিলেই তা ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেল। বিদ্যুতের এই ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে সপ্তাহে দু-বার বিদ্যুৎ সচিব ও বিদ্যুৎ দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। বৃহস্পতিবার সিইএসসি এলাকায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ২৫০৭ মেগাওয়াট।

আরও পড়ুন- একই বয়ানে মিথ্যা রটনা পাল্টা জবাব তৃণমূলের

Latest article