বন্ধ পাওয়ারলুম সরব তৃণমূল

শ্রমিকদের অন্ধকারে রেখে একটার পর একটা পাওয়ারলুম বন্ধ করে দিচ্ছেন মালিকরা। ফলে রুটিরুজির সংকট বাড়ছে শ্রমিকদের।

Must read

সংবাদদাতা, কাটোয়া : শ্রমিকদের অন্ধকারে রেখে একটার পর একটা পাওয়ারলুম বন্ধ করে দিচ্ছেন মালিকরা। ফলে রুটিরুজির সংকট বাড়ছে শ্রমিকদের। প্রতিবাদে সরব পূর্বস্থলী ১ ব্লক তৃণমূল শ্রমিক সংগঠন। ব্লকের সমুদ্রগড়, জাহাননগর, শ্রীরামপুর, নসরতপুর-সহ বিভিন্ন জায়গায় একশোরও বেশি পাওয়ারলুম রয়েছে। তার মধ্যে ২৬টি বন্ধ।

আরও পড়ুন-পথে নামল বৈদ্যুতিক বাস

শ্রমিকের সংখ্যা ৮ হাজারের উপর। স্থানীয় তৃণমূল নেতা তথা পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক বলেন, ‘সমস্যা থাকলে আলোচনার টেবিলে মেটাতে হবে। পাওয়ারলুম বন্ধ করে শ্রমিকদের রুটিরুজি বন্ধ করা যাবে না।’ পাওয়ারলুম খোলা ও শ্রমিকদের কাজে ফেরানোর দাবিতে শ্রম দফতরে আবেদন জানিয়েছে ব্লক তৃণমূল শ্রমিক সংগঠন বলে জানান দিলীপবাবু। এ বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।

Latest article