অসীম চট্টোপাধ্যায়, দুর্গাপুর : তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের তীব্র আন্দোলনের জেরেই তড়িঘড়ি কারখানা খুলতে বাধ্য হলেন বল্লভপুর কাগজ কল কর্তৃপক্ষ। শ্রমিকদের বেতনবৃদ্ধির দাবিকে কার্যত কোনওরকম গুরুত্ব না দিয়েই রানিগঞ্জের এই শতাব্দীপ্রাচীন কাগজ কলটির মালিকপক্ষ হঠাৎ করেই কারখানা বন্ধ করে দেন। সেই সঙ্গে কর্মরত চারশো শ্রমিক-কর্মচারীকেও বসিয়ে দেওয়া হয়। উৎসবের মরশুমে কারখানা কর্তৃপক্ষের এমন অমানবিক আচরণে দিশাহারা হয়ে পড়ে শ্রমিক পরিবারগুলো। এই কারখানার তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের নেতা অশোক হেলা বলেন, তিন বছর একই বেতন ও মজুরিতে কাজ করানো হচ্ছে শ্রমিকদের। বেতনবৃদ্ধি তো দূর-অস্ত্, কর্তৃপক্ষ কোনও আলোচনাতেই বসতে চাইছিলেন না।
আরও পড়ুন : বাড়ি-বাড়ি পানীয় জল পরীক্ষা
প্রতিশ্রুতিমতো শ্রমিকদের পুজোর বোনাসও দেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই কারখানার সমস্ত শ্রমিক সংগঠনকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ও হরেরাম সিংহের দ্বারস্থ হই। একই সঙ্গে কয়েক দিন কর্মবিরতি পালনের সিদ্ধান্তে সিলমোহর দেন কারখানার প্রতিটি শ্রমিক-কর্মচারী। চারদিন কর্মবিরতি পালন করতেই টনক নড়ে কর্তৃপক্ষের। শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে আপসে সমস্যা মিটিয়ে নেন তাঁরা। কাজে ফিরিয়ে নেওয়া হয় কর্মচ্যুত চারশো শ্রমিককেই। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অশোকবাবু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে অহিংস আন্দোলন করেই শ্রমিকরা এই বিরাট নৈতিক জয় পেলেন। কারখানা খোলার খবরে অকাল দেওয়ালিতে মেতেছেন বল্লভপুরের মানুষ।