লাল-হলুদের পথে প্রভসুখন

কেরালা ব্লাস্টার্স ছেড়ে শহরে উদীয়মান গোলরক্ষক

Must read

প্রতিবেদন : মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে কেরালা ব্লাস্টার্সের (Kerala blasters) গোলকিপার প্রভসুখন গিলকে (Prabhsukhan Gill) নিচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal)। ২২ বছর বয়সী প্রভসুখনকে পেতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছিল লাল-হলুদ শিবির। কিন্তু ট্রান্সফার ফি-র অঙ্ক নিয়ে দর কষাকষি চলছিল কেরালার সঙ্গে। শেষ পর্যন্ত ১ কোটি ২০ লক্ষ ট্রান্সফার ফি-র বিনিময়ে প্রভসুখনকে ছাড়তে রাজি হয় কেরালা। ক্লাব সূত্রের খবর, প্রতিভাবান এই গোলকিপার তিন বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন ইস্টবেঙ্গলে।

প্রভসুখন (Prabhsukhan Gill) একা নন, তাঁর দাদা গুরসিমরত সিং গিলও যোগ দিচ্ছেন লাল-হলুদে (East Bengal)। বছর পঁচিশেকের গুরসিমরত খেলেন স্টপারে। একটা মরশুম মোহনবাগানেও খেলেছেন। গত মরশুমে তিনি ছিলেন মুম্বই সিটি এফসিতে। তবে জুনেই মুম্বইয়ের সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়েছে। তাই ফ্রি ফুটবলার হিসেবেই গুরসিমরত যোগ দিচ্ছেন ইস্টবেঙ্গলে। আগামী দু’-এক দিনের মধ্যেই দুই ভাই কলকাতায় পা রাখতে চলেছেন বলে খবর।

আরও পড়ুন- ইডেনে বিশ্বকাপ ম্যাচ: রোহিতদের ম্যাচে টিকেটের দাম বেশি

দীর্ঘদিন ধরেই গোলকিপার নিয়ে সমস্যায় ভুগছে লাল-হলুদ। গত বছর কমলজিৎ সিং নিয়মিত সুযোগ পেয়েও দলকে ভরসা দিতে পারেননি। তাই আরও একজন ভাল গোলকিপারের সন্ধানে ছিল ক্লাব। ২০২১-২২ মরশুমে কেরল ব্লাস্টার্সের জার্সিতে দুর্দান্ত গোলকিপিং করেছিলেন প্রভসুখন। সেবার আইএসএলের সেরা গোলকিপার নির্বাচিত হয়ে গোল্ডেন গ্লাভসও জিতেছিলেন। তাঁকে পেয়ে সমস্যা অনেকটাই মিটল। এদিকে, সোমবারই শহরে পা রাখলেন হরমনজোৎ সিং খাবরা, মোবাশির রহমান, মন্দার রাও দেশাই-সহ লাল-হলুদের একঝাঁক ভারতীয় ফুটবলার।

Latest article