তৃণমূলের হয়ে ফের কাজ করবেন প্রবীর! জানালেন দলনেত্রী

Must read

তৃণমূল কংগ্রেসে ফিরলেন প্রবীর ঘোষাল (Prabir Ghoshal)। মুখ্যমন্ত্রী সোমবার বিধানসভায় জানিয়ে দিয়েছেন, আবার তাঁকে কাজ করতে বলা হয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছে, ওঁকে কাজ করার অনুরোধ করা হয়েছিল, সেই আবেদনে সাড়া দিয়ে প্রবীর ঘোষাল এসেছেন। প্রবীর ঘোষাল (Prabir Ghoshal) দীর্ঘদিনের সাংবাদিক। উনি আমাদের হয়ে লেখেন। বিধায়কও ছিলেন দীর্ঘদিন। এদিন উত্তরপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক বিধানসভায় দলনেত্রীকে প্রণামও করেন।

আরও পড়ুন- ১৫ ডিসেম্বরই কাঁথি সমবায় নির্বাচন, রায় সুপ্রিম কোর্টের

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়েছিলেন প্রবীর। যোগ দিয়েছিলেন বিজেপিতে। বিজেপির হয়ে লড়াই করেছিলেন উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকেই। কিন্তু তৃণমূলের কাছে পরাজিত হয়েছিলেন। ফের ঘাসফুল শিবিরেই ফিরে এলেন প্রবীর।

Latest article