প্রতিবেদন : মহাষ্টমীর সকালে ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত হল দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইট কমব্যাট হেলিকপ্টার প্রচণ্ড। প্রচণ্ডর অন্তর্ভুক্তি উপলক্ষে রাজস্থানের যোধপুরে বায়ুসেনার পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সিডিএস জেনারেল অনিল চৌহান এবং বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী।
আরও পড়ুন-তেহরান থেকে চিনগামী বিমানে বোমাতঙ্ক
প্রতিরক্ষামন্ত্রী জানান, কারগিল যুদ্ধের সময়ই ভারতীয় বায়ুসেনা আক্রমণকারী হেলিকপ্টারের প্রয়োজন অনুভব করেছিল। প্রচণ্ডর অন্তর্ভুক্তি সেই চাহিদা মেটাবে। বায়ুসেনায় প্রচণ্ডর অন্তর্ভুক্তি দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে এক মাইলফলক। রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যাল প্রচণ্ড নামের এই লাইট কমব্যাট হেলিকপ্টার তৈরি করেছে। ৫.৮ টন ওজনের এই চপারে দুটি করে ইঞ্জিন রয়েছে। কপ্টারগুলিতে এয়ার-টু-এয়ার মিসাইল, ২০ মিমি টারেট গান, রকেট সিস্টেম এবং অন্যান্য অস্ত্র দেওয়া হয়েছে। সুউচ্চ পার্বত্য অঞ্চলে শত্রু ঘাঁটি, ট্যাঙ্ক, বাঙ্কার, ড্রোন এবং শত্রুপক্ষের অন্যান্য সম্পদে আঘাত করার জন্য এটি অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবে বলে আশা করছেন সামরিক কর্মকর্তারা।