প্রদীপ ভট্টাচার্য ঠিক বলেছেন, মন্তব্য নেত্রীর

Must read

প্রতিবেদন : কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্যের প্রায়শ্চিত্তের বক্তব্য ঠিক বলে জানিয়ে দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সম্প্রতি প্রদীপ মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার প্রায়শ্চিত্ত এখনও করে চলেছে কংগ্রেস। এই ঘটনা না হলেই ভাল হত। এই মন্তব্যে তোলপাড় পড়ে যায় রাজ্য-রাজনীতিতে। ২৮ বছর আগেকার সেই ঘটনা এবং এই মন্তব্য নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গঙ্গাসাগর থেকে ডুমুরজলা স্টেডিয়ামে নেমে বাংলার মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন, প্রদীপ ভট্টাচার্য যা বলেছেন ঠিক বলেছেন। এর আগে এ-বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, আলাদা দল তৈরি করে অনেক বড় নেতাই সফল হননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করে সফল হয়েছেন। সিপিএমকে হারিয়ে বাংলায় তৃণমূল ক্ষমতায় এসেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা উল্লেখ করে তিনি বলেছিলেন, তিনি দেশনায়ক। কিন্তু আলাদা দল গড়ে তিনি বিশেষ সাফল্য পাননি। প্রণব মুখোপাধ্যায়, প্রিয়রঞ্জন দাসমুন্সিদের ক্ষেত্রেও একই কথা খাটে। তাঁরাও পৃথক দল করে সাফল্য পাননি— যে-সাফল্য মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন।

আরও পড়ুন- সেবাশ্রয়ের নজিরবিহীন সাফল্য, ৫ দিনে পরিষেবা পেলেন ৫৮ হাজার

Latest article