প্রজ্ঞায় ফের মাত কার্লসেন

Must read

লাস ভেগাস, ১৭ জুলাই : মগজাস্ত্রের লড়াইয়ে আরও একবার ম্যাগনাস কার্লসেনকে টেক্কা দিলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ (Rameshbabu Praggnanandhaa)। লা ভেগাসে আয়োজিত ফ্রিস্টাইল চেস গ্র্যান্ড স্ল্যাম ট্যুরের চতুর্থ রাউন্ডে ভারতীয় দাবাড়ুর কাছে মাত্র ৩৯ চালেই মাত হয়ে গেলেন বিশ্বের এক নম্বর তথা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেন!
এই নিয়ে তৃতীয়বার কার্লসেনকে হারালেন ১৯ বছরের প্রজ্ঞা (Rameshbabu Praggnanandhaa)। এর আগে ক্লাসিক্যাল ও র‍্যা পিড দাবায় কার্লসেনকে হারিয়েছিলেন। এবার প্রজ্ঞানন্দ জয় পেলেন ব্লিটজেও। অর্থাৎ দাবার তিনটি ফরম্যাটেই কার্লসেনকে হারালেন ভারতীয় দাবাড়ু! যা বিরাট বড় কৃতিত্ব। সবথেকে বড় কথা, ফ্রিস্টাইল চেস গ্র্যান্ড স্ল্যাম ট্যুরের প্যারিস এবং কার্লসরুহ ইভেন্টে সেরা হয়েছিলেন কার্লসেন। কিন্তু লাস ভেগাস ইভেন্টে প্রজ্ঞানন্দর কাছে হেরে। খেতাবি দৌড় থেকেই ছিটকে গেলেন।
পরিসংখ্যান বলছে, কার্লসনের বিরুদ্ধে ম্যাচে প্রজ্ঞানন্দের সঠিক চালের হার ৯৩.৯ শতাংশ। সেখানে কার্লসেনের সঠিক চাল ৮৪.৯ শতাংশ। দুর্দান্ত এই জয়ের পর প্রজ্ঞা বলেছেন, এই মুহূর্তে ক্লাসিক্যালের থেকেও ফ্রিস্টাইল খেলতে বেশি ভাল লাগছে। এই ফরম্যাটে নতুন ভাবনার সুযোগ থাকে। আরও বেশি ইম্প্রোভাইজ করতে হয়।
এদিকে, এই জয়ের ফলে প্রজ্ঞা আবার নিজের গ্রুপের শীর্ষে থেকে ফাইনাল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন। তাঁর সঙ্গে ফাইনাল রাউন্ডে উঠেছেন আরও এক ভারতীয় দাবাড়ু অর্জুন এরিগাইসি। এছাড়াও যে সব দাবাড়ুরা ফাইনাল রাউন্ডে উঠেছেন, তাঁরা হলেন হিকারু নাকামুরা, হান্স নিয়েম্যান, ফাবিয়ানো কারুয়ানা, নোদিরবেক আব্দুলাত্তোরভ, জাভোখির সিন্দারোভ এবং লেভন আরোনিয়ান।

আরও পড়ুন-রুশ বউমার খোঁজে লুক আউট নোটিশ

Latest article