নয়াদিল্লি, ২৭ মে : টিনএজার আর প্রজ্ঞানন্দের স্বপ্নের দৌড় থেমে গেল বিশ্বের দু’নম্বর ডিং লিরেনের কাছে। দুটি টাই ব্রেকিং ব্লেজিং গেমস জিততে হত তাকে। কিন্তু প্রজ্ঞানন্দ সেটা পারেনি। জেতার সম্ভাবনা প্রস্তুত করেছিল একসময়। কিন্তু ডিং জিতেছেন ১.৫-০.৫ পয়েন্টে।
১৬ বছরের প্রজ্ঞানন্দ দ্বিতীয় গেমে জেতায় টানটান পরিস্থিতি হয়েছিল চেসেবল মাস্টার্স অনলাইন র্যাপিড টুর্নামেন্টে। ভারতীয় দাবাড়ু রীতিমতো চাপে ফেলে দিয়েছিল বিশ্বের দু’নম্বরকে। জেতার মতো অবস্থায় এসেও সামান্য ভুলে প্রথম গেম হাতছাড়া করেছে সে। ডিং এরপর ড্র মেনে নেয়।
আরও পড়ুন-দ্রুততম হাফ সেঞ্চুরি ধোনিভক্ত কিরণের, মেয়েদের টি-২০ চ্যালেঞ্জ
পরের গেমেও ডিং শুরু করেছিল রক্ষণাত্মক ভঙ্গিতে। প্রজ্ঞানন্দ তাঁকে চাপে ফেলেও অ্যাডভান্টেজ নিতে পারেনি। তাই হারতে হয়েছে।
ডিং এই টুর্নামেন্ট তাঁর চিনের বাড়িতে বসে মাঝরাত থেকে ভোর ৫টা পর্যন্ত খেলেছেন। তিনি ভারতীয় দাবাড়ুর প্রশংসা করে বলেছেন, প্রজ্ঞানন্দের বিশ্বমানের দাবাড়ু হয়ে ওঠার মতো প্রতিভা রয়েছে। মাঝরাতে প্রতিদিন খেলা যে তাঁর পক্ষে যে কঠিন ছিল, তাও জানিয়েছেন ডিং। কিন্তু প্রথম অনলাইন টুর্নামেন্ট জিতে তিনি খুশি।