হাসপাতাল উদ্বোধনে স্বাস্থ্যসাথীর প্রশংসা

রবিবার অত্যাধুনিক সুবিধাযুক্ত ১০০ বেডের এই হাসপাতালের উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। ছিলেন বিধায়ক বিভাস সর্দার।

Must read

প্রতিবেদন : নবরূপে চালু হল দক্ষিণ ২৪ পরগনার গোচারণের নর্থপয়েন্ট মাল্টিস্পেশালিটি হাসপাতাল। রবিবার অত্যাধুনিক সুবিধাযুক্ত ১০০ বেডের এই হাসপাতালের উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। ছিলেন বিধায়ক বিভাস সর্দার। ছিলেন পরিচালন সমিতির সদস্যরা। উদ্বোধনের পর গোটা হাসপাতাল ঘুরে দেখেন প্রাক্তন সাংসদ। হাসপাতাল তৈরির উদ্যোগের প্রশংসা করেন তিনি। কুণাল ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্বাস্থ্যক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার এখন দেশে বিপ্লব ঘটিয়েছে। অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি নতুন নতুন হাসপাতাল তৈরি, হাসপাতালে বেডের সংখ্যা বৃদ্ধি, আধুনিক সরঞ্জাম আর দুঃস্থ মধ্যবিত্ত মানুষের জন্য নানা ব্যবস্থা আজ দেশের মধ্যে মডেল।

আরও পড়ুন-চারুকলা পর্ষদের উদ্যোগে কর্মশালা

স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধাও আজ বহু মানুষের কাছে কতটা উপকারী, তাও প্রমাণিত। স্বাস্থ্যসাথীর মাধ্যমে সরকার বেসরকারি ক্ষেত্রের সাহায্যেও সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে। পাশাপাশি বাম জমানায় স্বাস্থ্যক্ষেত্রের বেহাল দশা ছিল বলেও ক্ষোভ উগরে দেন। রবিবার উদ্বোধন হওয়া গোচারণের নর্থপয়েন্ট মাল্টিস্পেশালিটি হাসপাতালে শুধু আধুনিক চিকিৎসার ব্যবস্থা নয়, থাকছে অন্যান্য সুযোগ-সুবিধাও। আপৎকালীন চিকিৎসার ব্যবস্থা, আউটডোর, রোগ নির্ণয়ে আধুনিক পরীক্ষা, ওটি এবং চালু হচ্ছে ডায়ালিসিস ইউনিটও। থাকছে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা, এমনকী রোগী কল্যাণের সবরকমের সুবিধার পাশাপাশি থাকছে ২৪ ঘণ্টার ওষুধের দোকান। উল্লেখ্য, গোচারণে হাসপাতালটি থাকলেও তার সংস্কার ও নতুন ব্যবস্থার প্রয়োজন ছিল। এলাকার বাসিন্দাদের চিকিৎসা পরিষেবার কথা মাথায় রেখে হাসপাতালটি সাজিয়ে তুলতে পরিচালন ভার হাতে নেয় কলকাতার মেডিক্যাল সেন্টার অ্যান্ড হসপিটাল গ্রুপ। এরপর সংস্থার দুই ডিরেক্টর অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক অভিষেক দাস এবং জিয়ারুল হকের এই হাসপাতাল ফের নতুন করে পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত হল। শুধু দক্ষিণ ২৪ পরগনার এই গোচারণে নয়, কলকাতার ফুলবাগান এবং নিউটাউনেও মেডিক্যাল সেন্টার অ্যান্ড হসপিটাল গ্রুপের দুই হাসপাতাল চলছে।

Latest article