লোকসভা ভোটের মাঝেই বিতর্কে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না (Prajwal Revanna)। তাঁর বিরুদ্ধে ‘অশ্লীল’ ভিডিয়ো নিয়ে তদন্ত শুরু। আপত্তিকর ভিডিও ঘিরে লোকসভা ভোটে জেডিএসের প্রার্থী প্রজ্জ্বলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে কর্ণাটক সরকার। একটি বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয়েছে বলে একটি রিপোর্টে দাবি করা হয়েছে। জানা গিয়েছে, ভিডিয়ো মামলা নিয়ে কর্ণাটক সরকার তৎপর হতেই দেশ ছেড়ে জার্মানিতে পালিয়ে গিয়েছেন রেভান্না!
আরও পড়ুন-জম্মু-কাশ্মীরে বিপদ, ভূমিধসে গৃহহীন ১০০ পরিবার
কর্ণাটকের হাসনের বিদায়ী সাংসদ প্রজ্জ্বল রেভান্না (Prajwal Revanna)। তিনি এবারের প্রার্থীও হয়েছেন ওই কেন্দ্র থেকেই। প্রথম দফার ভোটের আগে হাসন আসনে একাধিক ‘অশ্লীল’ ভিডিয়ো প্রকাশ্যে আসে। এই ঘটনায় অভিযোগ ওঠে জেডিএস প্রার্থী রেভান্নার বিরুদ্ধেও। এদিকে কর্ণাটকে জেডিএসের সঙ্গে আসন সমঝোতা করে নির্বাচনে লড়ছে ভারতীয় জনতা পার্টি। জেডিএস প্রার্থীর রেভান্নার আপত্তিকর ভিডিও প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে বিজেপি।
প্রজ্জ্বল দাবি করেছেন, “ভিডিওটি আসল নয়। তাঁর মুখ ‘মর্ফ’ করে তৈরি করা হয়েছে। ভোটের আগে তাঁর ভাবমূর্তি নষ্ট করতে ওবং ভোটারদের প্রভাবিত করতেই ওই ভিডিও ভাইরাল করা হয়েছে।” ইতিমধ্যে রেভান্না পুলিশে এফআইআর-ও দায়ের করেছেন।