আরও চাপে প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্না (Prajwal Revanna)। বেঙ্গালুরু থেকে ফেরার পরেই তাঁকে গ্রেফতার ৩১ মে গ্রেফতার করেছিল বিশেষ তদন্তকারী দল (সিট)। এবার দেবেগৌড়ার নাতির বিরুদ্ধে চতুর্থ মামলা রুজু হল। এবার এর সঙ্গে নাম জড়ালো প্রাক্তন বিধায়ক প্রীতম গৌড়ারও। এই মামলায় যৌন নির্যাতন, পিছু নেওয়া ও ভয় দেখানোর মতো ধারা যুক্ত রয়েছে।
রেভান্নার বিরুদ্ধে আরও অভিযোগ, ভিডিও কল রেকর্ড করে তা অন্যদের সঙ্গে শেয়ারও করেছেন প্রাক্তন জেডিএস সাংসদ (Prajwal Revanna)। রেভান্নার ছাড়াও সেই ভিডিও এবং ছবি প্রচারে অভিযুক্ত হাসনের প্রাক্তন বিধায়ক প্রীতম গৌড়া-সহ ২ জন। ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এবিডি ধারা এবং ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ই ধারায় মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন- স্বাধীন ভারতে এই প্রথম, লোকসভার স্পিকার পদের জন্যও নির্বাচন
৮ জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে থাকবেন প্রজ্জ্বল। ইতিমধ্যে অতিরিক্ত নগর দায়রা আদালতে জামিনের আবেদন করেছেন তিনি। শুনানি ২৬ জুন।