এসআই খুনের দায়ে আট বছর পর ধৃত প্রকাশ গুরুং

খুনের ঘটনায় জড়িত থাকায় নয়জনকে গ্রেফতারের পাশাপাশি বিমল আগাম জামিনের আবেদন করলে হাইকোর্ট মঞ্জুর করে।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : দীর্ঘ আট বছর পর অবশেষে গ্রেফতার এসআই অমিতাভ মালিকের খুনি প্রকাশ গুরুং। ২০১৭ সালে বিমল গুরুং বাহিনীর হামলার শিকার হয়েছিলেন তৎকালীন দার্জিলিং থানার এসআই অমিতাভ মালিক। বিমলের খোঁজে তল্লাশি চালাতে গিয়ে গুরুং বাহিনীর ছোঁড়া গুলিতে মৃত্যু হয়েছিল সাব-ইন্সপেক্টর অমিতাভ মালিকের। আট বছর পর আজ বিমল-ঘনিষ্ঠ প্রকাশকে গ্রেফতার করা হয়। প্রকাশ সেই সময় বিমলের অনুগামী হলেও বর্তমানে অজয় এডওয়ার্ডের নতুন রাজনৈতিক দলে যোগদান করেছে। যদিও প্রকাশের বিরুদ্ধে গ্রেফতারি অনেক আগেই জারি করা হয়েছিল কিন্তু আজ তার জামিন নাকচ করা হয়েছে। রবিবার তাকে দার্জিলিং আদালতে তোলা হয়।

আরও পড়ুন-জাগলিং দেখিয়েই সংসার চালাচ্ছে বিশেষভাবে সক্ষম অমিত

এই মামলায় জড়িত থাকায় আরও নয়জনকে গ্রেফতার করেছে দার্জিলিং পুলিশ। ২০১৭ সালের জুন মাসে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের দিন পাহাড়ে তুমুল অশান্তি হয়। সেই ঘটনায় মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করে রাজ্য সরকার। গ্রেফতারি এড়াতে পাহাড়ে, জঙ্গলে পালিয়ে বেড়ান মোর্চা সভাপতি। পলাতক গুরুংকে ধরতে উঠেপড়ে লাগে পুলিশ। দার্জিলিংয়ের শিরুবাড়ির জঙ্গলে গুরুংয়ের সন্ধানে অভিযান চালায় পুলিশ। সেই সময় মোর্চা সমর্থকদের গুলিতে প্রাণ হারান দার্জিলিং সদর থানার এসআই অমিতাভ মালিক। মূল অভিযুক্তের নামের তালিকায় শীর্ষে ছিল বিমল, প্রকাশ-সহ আরও কয়েকজন মোর্চা নেতার। খুনের ঘটনায় জড়িত থাকায় নয়জনকে গ্রেফতারের পাশাপাশি বিমল আগাম জামিনের আবেদন করলে হাইকোর্ট মঞ্জুর করে।

Latest article