প্রতিবেদন : কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের (Prakash Srivastava) কার্যকালের মেয়াদ শেষ হবে আগামী বৃহস্পতিবার ৩০ মার্চ। শুক্রবার থেকে কলকাতা হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি হিসেবে কাজ শুরু করতে চলেছেন টি এস শিবাগ্ননম । তাঁর নাম প্রস্তাব করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব (Prakash Srivastava) ২০২১-এর ১১ অক্টোবর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছিলেন। এর আগে তিনি মধ্যপ্রদেশ হাইকোর্টে ছিলেন। এবার কলকাতা হাইকোর্টেও তাঁর কার্যকালের মেয়াদ শেষ হতে চলেছে। টিএস শিবাগ্ননম (T. S. Sivagnanam) মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি থেকে ২০২১-এর অক্টোবরেই বদলি হয়ে কলকাতায় আসেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এস কে কল ও বিচারপতি কে এম জোসেফের কলেজিয়াম বিচারপতি টি এস শিবাগ্ননমের নাম কলকাতার প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ করেছেন। বর্তমান বিচারপতির মেয়াদ শেষের প্রায় দেড় মাস আগেই নতুন নাম প্রস্তাব করে শীর্ষ আদালত।
আরও পড়ুন-বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রুলিং চাইলেন মুকুল রোহতগি