অভিনেতা-বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। সেইসঙ্গে তিনি কবি, গায়ক, চিত্রশিল্পী, গবেষক। তাঁকে নিয়ে প্রকাশিত হয়েছে একটি বই ‘প্রসঙ্গ : চিরঞ্জিত’। সম্পাদনা করেছেন চন্দ্রনাথ চট্টোপাধ্যায়, অমিত শংকর দাস। আছে সংক্ষিপ্ত জীবনী, আঁকা ছবি, সাক্ষাৎকার। কিছু দুষ্প্রাপ্য রঙিন ছবিও রয়েছে বইটিতে।
আরও পড়ুন-গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত
চিরঞ্জিতকে নিয়ে লিখেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রভাত রায়, শতাব্দী রায়, সুদেষ্ণা রায়, রজতাভ দত্ত, ইন্দ্রাণী দত্ত, শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রমুখ। প্রকাশক কথোপকথন প্রোডাকশনস। দাম ৩৫০ টাকা। ১৩ মার্চ কলকাতা প্রেস ক্লাবে বইটির প্রকাশ-অনুষ্ঠানে চিরঞ্জিত চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী সুজিত বসু, মন্ত্রী রথীন ঘোষ, চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ প্রমুখ।