নয়াদিল্লি : মোদি সরকারের (Modi Government) সমালোচনা করা যাবে না, এই যুক্তিতে আগেই পিটিআই এবং ইউএনআইয়ের থেকে খবর কেনা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল প্রসার ভারতীকে। এবার প্রসার ভারতীর খবরে সংঘের খবরদারি করার পথ প্রশস্ত হল। কারণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) ঘনিষ্ঠ সংবাদসংস্থা হিন্দুস্তান সমাচারের সঙ্গে চুক্তি করল প্রসার ভারতী (Prasar Bharati)। এর ফলে হিন্দুস্তান সমাচার থেকে দৈনিক খবর পাবে রাষ্ট্রায়ত্ত প্রসার ভারতী। গত ১৪ ফেব্রুয়ারি সংঘ-ঘনিষ্ঠ সংবাদসংস্থার সঙ্গে চুক্তি করেছে প্রসার ভারতী।
এর আগে প্রসার ভারতীকে খবর সরবরাহ করত পিটিআই (PTI)। আর এবার ২০২৫ সালের মার্চ পর্যন্ত হিন্দুস্তান সমাচারের সঙ্গে চুক্তি করেছে প্রসার ভারতী। ২ বছরের খবর সরবরাহের জন্য হিন্দুস্তান সমাচারকে ৭ কোটি ৭০ লক্ষ টাকা দেবে প্রসার ভারতী। মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্রীয় সরকারি বিভিন্ন বিজ্ঞাপনও পেতে শুরু করে হিন্দুস্তান সমাচার। জানা গিয়েছে, এবার দিল্লির ঝান্ডেওয়ালা থেকে অফিস সরিয়ে নয়ডায় বিরাট অফিস করার পরিকল্পনা রয়েছে তাদের। ১৯৪৮ সালে হিন্দুস্তান সমাচার প্রতিষ্ঠা করেন বিশ্ব হিন্দু পরিষদের সহপ্রতিষ্ঠাতা শিবরামশঙ্কর আপ্তে। সংঘের প্রচারক হিসেবেও কাজ করতেন তিনি।
আরও পড়ুন: কুয়োয় শিশু পাহারায় সাপ!
উল্লেখ্য, মাত্রাতিরিক্ত মূল্যের যুক্তি দেখিয়ে ২০১৭ সালে পিটিআই এবং ইউএনআইয়ের থেকে খবর কেনা বন্ধ করার নির্দেশ দেওয়া হয় প্রসার ভারতীকে। দুটি সংস্থাকে বার্ষিক ১৫ কোটি ৭৫ লক্ষ টাকা দিত প্রসার ভারতী। এই সংস্থার থেকে খবর নেওয়া বন্ধ করার পিছনে সরকারের যুক্তি, তারা শুধুমাত্র সরকারের সমালোচনামূলক খবর পাঠাত। এদিকে দুই নামী সংবাদসংস্থার সঙ্গে চুক্তি বাতিল করে সংঘ- ঘনিষ্ঠ হিন্দুস্তান সমাচারের সঙ্গে চুক্তির সমালোচনা করেছেন প্রসার ভারতীর প্রাক্তন সিইও এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার। তিনি বলেন, আগে হিন্দুস্তান সমাচারের তেমন পরিকাঠামো ছিল না। মোদি জমানায় নিজেদের শ্রীবৃদ্ধি ঘটিয়েছে হিন্দুস্তান সমাচার। ওরা অনেকদিন ধরে চেষ্টা করছে সংবাদসংস্থা করতে। বড় অঙ্কের টাকা আয় করতেই হিন্দুস্তান সমাচারের এই প্রয়াস। সরকার যা চাইছে, সেটা করতে গেলে সারাদিন অনেক মিথ্যা বলতে হবে। এতদিন চিরকুট মারফত আসা খবরে মিথ্যা সরবরাহ হত, এবার সেটা অফিসিয়াল করে দেওয়া হল।