বঙ্গ

প্রয়াত তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস, শোকজ্ঞাপন অভিষেকের

তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস (prasenjit das)। শুক্রবার সকাল ১১টা ২০ নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। রেখে গেলেন স্ত্রী, এক পুত্র ও এক কন্যাকে। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক জানিয়েছেন, “তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাসের (prasenjit das) অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন এবং শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানাই।”

প্রসেনজিৎ দাসের মৃত্যুর খবরে গোটা পূর্ব বর্ধমান জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরেই তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন, ছিল ডায়াবেটিস। তিন দিন আগে আরও বেশি অসুস্থ হয়ে পড়ায় বর্ধমানের একটি নার্সিংহোমে এবং পরে সেখান থেকে কলকাতার পিয়ারলেস হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন- সোনালিকে রবীন্দ্র ভারতীর উপাচার্য নিয়োগ করতে আচার্যকে সুপ্রিম নির্দেশ

প্রয়াত তৃণমূল নেতার রাজনৈতিক সহযোগী তন্ময় সিংহ রায় জানিয়েছেন, বর্ধমান রাজ কলেজে ছাত্র রাজনীতির পর ১৯৮৪ সালে তৎকালীন বর্ধমান জেলা আইএনটিইউসি-র সভাপতি সন্তোষ সাহা শিকদারের হাত ধরে তার সক্রিয় রাজনীতিতে আসা। এরপর যুব আইএনটিইউসি এবং পরে আইএনটিইউসির জেলা সভাপতি হন। ছিলেন ইনটাকের সর্বভারতীয় সম্পাদকমণ্ডলীর সদস্যও। বর্ধমান শহরের হকারদের একত্রিত করে হকার্স ইউনিয়ন গড়ে বামেদের বিরুদ্ধে জোড়ালো আন্দোলন প্রসেনজিত দাসকে নেতৃত্বের জায়গায় নিয়ে আসে। এরপর কংগ্রেস ছেড়ে যোগ দেন তৃণমূলে। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক এবং ২০২২ সালে প্রথমে জেলার মুখপাত্র এবং পরে তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র নির্বাচিত হন। পাশাপাশি অতন্দ্র প্রহরী নামে নিয়মিত একটি পত্রিকাও তিনি সম্পাদনার দায়িত্বে ছিলেন। তাঁর এই অকাল প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসে সাংবাদিক মহলে। এদিন কলকাতা থেকে তাঁর মরদেহ তৃণমূলের জেলা অফিসে নিয়ে আসা হলে তাঁকে শেষ শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

32 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

40 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago