আরও একবার নাম না করে কংগ্রেসকে নিশানা ভোট কুশলী প্রশান্ত কিশোরের। বিস্ফোরক টুইটে তাঁর দাবি, লোকসভা ভোটের আগে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোটের চেষ্টা হলেও বাস্তবে তা হতাশ করবে বিজেপি বিরোধী দলগুলোকে।
শুক্রবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে প্রশান্ত কিশোর লেখেন, “#LakhimpurKhiri-র ঘটনার উপর ভিত্তি করে GOP নেতৃত্বাধীন বিরোধী দলের দ্রুত এবং স্বতঃস্ফুর্ত পুনরুজ্জীবনের সন্ধানে থাকা মানুষ নিজেদেরকে বড় হতাশার দিকে ঠেলে দিচ্ছে। দুর্ভাগ্যবশত গ্র্যান্ড ওল্ড পার্টি-এর গভীরে থাকা সমস্যা এবং কাঠামোগত দুর্বলতার কোন দ্রুত সমাধান নেই”।
People looking for a quick, spontaneous revival of GOP led opposition based on #LakhimpurKheri incident are setting themselves up for a big disappoinment.
Unfortunately there are no quick fix solutions to the deep-rooted problems and structural weakness of GOP.
— Prashant Kishor (@PrashantKishor) October 8, 2021
আরও পড়ুন-লখিমপুরকাণ্ড: যোগী সরকারের উপর চাপ বাড়াল সুপ্রিম কোর্ট
প্রসঙ্গত, যখনই কোনও রাজ্যে নির্বাচন আসে বিজেপি তাদের উন্নয়ন ও সুশাসনের মডেল হিসেবে যোগী রাজ্য উত্তর প্রদেশকে তুলে ধরে। খুব স্বাভাবিকভাবেই উত্তর প্রদেশে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে পাল্টা যোগী রাজ্যের উদাহরণ টেনে আনে অবিজেপি দলগুলি। সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া হাথরস কিংবা লখিমপুরের মতো ঘটনায় বিরোধীরা একযোগে আক্রমণের নিশানা করেছে যোগী রাজ্যকে। আর এই বিরোধিতায় সবচেয়ে প্রথমের সারিতে রয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস।
প্রসঙ্গত, লখিমপুরে কৃষক হত্যার ঘটনার পরে কংগ্রেসের আগেই পৌঁছে যান তৃণমূল কংগ্রেস প্রতিনিধিরা। এরপরেই প্রশান্তের টুইটের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন যে কংগ্রেসের এই মুহূর্তে সাংগঠনিক ক্ষমতা নেই বিরোধী দলগুলিকে একজোট করার।