হ্যাট্রিক করেই কাজ নিয়ে ভাবনা শুরু প্রতিমার

তাঁদের সেই ডাকে সারা দিয়েছেন জয়নগরের মানুষ। ফলস্বরূপ বাংলায় প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে। গোটা দেশেও পিছিয়ে গিয়েছে অনেকটাই।

Must read

সংবাদদাতা, জয়নগর : হ্যাট্রিক করলেন প্রতিমা মণ্ডল। তৃতীয়বারের জয়নগর কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন প্রতিমা। নিকটবর্তী বিজেপি প্রার্থীর থেকে ৪ লক্ষ ৭০ হাজার ২৮৩ ভোটে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডল। তৃতীয়বার জয়ের পর তিনি জয়নগরের খেটে খাওয়া সাধারণ মানুষকে নতমস্তকে প্রণাম জানান যাঁরা কেন্দ্রের স্বৈরাচারী বিজেপির বঞ্চনা-লাঞ্ছনা-অত্যাচারের বিরুদ্ধে ভোটবাক্সে জবাব দিয়েছেন। তিনি বলেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলায় উন্নয়নের জোয়ার আনতে চাইছেন তাতে কেন্দ্রের বিজেপি সরকার একের পর এক বাধা দিচ্ছে। কিন্তু নেত্রী এবং অভিষেক হাল ছাড়েননি। আমাদের প্রতিনিয়ত বলেছেন বিজেপি মুক্ত সমাজ গড়তে হবে বাংলা। বিজেপি মুক্ত দেশ গড়তে হবে। তাঁদের সেই ডাকে সারা দিয়েছেন জয়নগরের মানুষ। ফলস্বরূপ বাংলায় প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে। গোটা দেশেও পিছিয়ে গিয়েছে অনেকটাই।

আরও পড়ুন-অগ্নিবীরের পুনর্বিবেচনা চাইছে এনডিএ শরিকরা

চার লক্ষেরও বেশি ব্যবধানে ভোটে জিতে নিজের কেন্দ্রের তৃণমূল কর্মী-সমর্থকদেরও কুর্নিশ জানিয়েছেন প্রতিমা। পাশাপাশি, জয়ের পরই কাজ নিয়ে ভাবনা-চিন্তাও শুরু করেছেন তিনি। প্রতিমা জানিয়েছেন, আমার প্রথম কাজ হবে আমার এলাকার যে বেশকিছু রেল সংক্রান্ত ব্যাপারে সমস্যা রয়েছে, তা সংসদে তুলে ধরা। যেহেতু আমার এলাকার মধ্যে সুন্দরবন রয়েছে, এখানে নদীবাঁধের সমস্যার কথাও সংসদে তুলে ধরব। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পরই এই বিষয়গুলি সংসদে পেশ করব।

Latest article