সংবাদদাতা, জয়নগর : হ্যাট্রিক করলেন প্রতিমা মণ্ডল। তৃতীয়বারের জয়নগর কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন প্রতিমা। নিকটবর্তী বিজেপি প্রার্থীর থেকে ৪ লক্ষ ৭০ হাজার ২৮৩ ভোটে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডল। তৃতীয়বার জয়ের পর তিনি জয়নগরের খেটে খাওয়া সাধারণ মানুষকে নতমস্তকে প্রণাম জানান যাঁরা কেন্দ্রের স্বৈরাচারী বিজেপির বঞ্চনা-লাঞ্ছনা-অত্যাচারের বিরুদ্ধে ভোটবাক্সে জবাব দিয়েছেন। তিনি বলেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলায় উন্নয়নের জোয়ার আনতে চাইছেন তাতে কেন্দ্রের বিজেপি সরকার একের পর এক বাধা দিচ্ছে। কিন্তু নেত্রী এবং অভিষেক হাল ছাড়েননি। আমাদের প্রতিনিয়ত বলেছেন বিজেপি মুক্ত সমাজ গড়তে হবে বাংলা। বিজেপি মুক্ত দেশ গড়তে হবে। তাঁদের সেই ডাকে সারা দিয়েছেন জয়নগরের মানুষ। ফলস্বরূপ বাংলায় প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে। গোটা দেশেও পিছিয়ে গিয়েছে অনেকটাই।
আরও পড়ুন-অগ্নিবীরের পুনর্বিবেচনা চাইছে এনডিএ শরিকরা
চার লক্ষেরও বেশি ব্যবধানে ভোটে জিতে নিজের কেন্দ্রের তৃণমূল কর্মী-সমর্থকদেরও কুর্নিশ জানিয়েছেন প্রতিমা। পাশাপাশি, জয়ের পরই কাজ নিয়ে ভাবনা-চিন্তাও শুরু করেছেন তিনি। প্রতিমা জানিয়েছেন, আমার প্রথম কাজ হবে আমার এলাকার যে বেশকিছু রেল সংক্রান্ত ব্যাপারে সমস্যা রয়েছে, তা সংসদে তুলে ধরা। যেহেতু আমার এলাকার মধ্যে সুন্দরবন রয়েছে, এখানে নদীবাঁধের সমস্যার কথাও সংসদে তুলে ধরব। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পরই এই বিষয়গুলি সংসদে পেশ করব।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…