একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আবারও কেন্দ্রের বিজেপি সরকারকে ধুয়ে দিলেন লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল (Pratima Mondal)। বললেন, সংসদে আর মাত্র দুটো অধিবেশন বাকি আছে চব্বিশে লোকসভা নির্বাচনের আগে। তাই মানুষের কাছে আহ্বান জানাই শাসনভার পরিবর্তনের সময় এসেছে। শাসনভার পরিবর্তন করে দিতে পারি আপনাদের আশীর্বাদ নিয়ে। মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল বঞ্চনা করেছিল এই বিজেপি সরকার। ১৫ লক্ষ টাকা দেবে, ২ কোটি বেকারের চাকরি দেবে তা কিন্ত হয়নি। এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। ২০২৪ আর বেশি দেরি নেই।
আরও পড়ুন: একুশে জুলাই: ১৩ জন শহিদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন তৃণমূল সুপ্রিমো
তাঁর কথায়, ১৩ জন শহিদের শ্রদ্ধাঞ্জলি। আগামী দিনে কিভাবে পথ চলবো তার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় দেন ঠিক এই মঞ্চ থেকে। কর্মী সমর্থকদের জন্যই আজ মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায়। এই পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতিতে জেলায় জেলায় তৃণমূল প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করিয়েছেন।
মনে পড়ে নারীর অবমাননা প্রসঙ্গে প্রতিমা মণ্ডল (Pratima Mondal) বললেন, নারীদের অবমাননা কখনও মেনে নেয়নি। দেশে যে নারীর অবমাননা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানালেন প্রতিমা মণ্ডল।