নবজোয়ার যাত্রায় পূর্ব বর্ধমানে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর এই কর্মসূচিকে কেন্দ্র করে কাটোয়া স্টেশন বাজারের তৃণমূল কার্যালয়ে রবিবার আয়োজিত হল প্রস্তুতিসভা। পৌরোহিত্য করেন দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘আজ দলীয় বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পূর্ব বর্ধমান জেলার চারদিনের সফরসূচির রুটম্যাপ স্থির করা হয়েছে।’
উল্লেখ্য যে, ১২-১৫ মে চারদিন পূর্ব বর্ধমান জেলার ১৬টি বিধানসভায় ছোট-বড় মিলিয়ে মোট ১৯টি জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে প্রতিদিন জনসংযোগ কর্মসূচির জন্য কিছুটা পথে রোড শোও করবেন। ১২ মে সকালের দিকে বীরভূমের কীর্ণাহার হয়ে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে প্রবেশ করবেন। কেতুগ্রামের ফুটিসাঁকোতে জেলা নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাবেন। চারদিন ধরে জনসভা ছাড়াও বিশেষ অনুষ্ঠান করবেন। ১৫ মে গলসি বিধানসভার বুদবুদ এলাকায় সভা করে পশ্চিম বর্ধমানের উদ্দেশে যাত্রা করবেন। এর মাঝে কাটোয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতি এলাকায় জগদানন্দপুর গ্রামের শতাব্দীপ্রাচীন রাধাগোবিন্দ জিউ মন্দিরে পুজো দেবেন। রবিবারের এই প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলার ১৫ বিধায়ক, ২৩ ব্লক সভাপতি, ৬ শহর সভাপতি-সহ জেলা সভাধিপতি শম্পা ধাড়া, সহ-সভাধিপতি দেবু টুডু ও কর্মাধ্যক্ষরা। প্রস্তুতি চূড়ান্ত করতে দেড় ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক হয়। বিশেষ কাজে আটকে যাওয়ায় মন্তেশ্বরের বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি উপস্থিত হতে পারেননি।
আরও পড়ুন- শুভেন্দুর কনভয়ে মৃত্যুর তদন্তে সিআইডি