অন্তঃসত্ত্বাকে ফেরাল হাসপাতাল, প্রসব ঠেলাগাড়িতে, মৃত্যু সদ্যোজাতের

শেষে ঠেলাগাড়িতেই সন্তানের জন্ম দেন প্রসূতি। সদ্যোজাতকে কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। ২৩ মার্চের ঘটনা। মধ্যপ্রদেশের রতলমে।

Must read

প্রতিবেদন: নির্লজ্জ, অমানবিক বিজেপি-প্রশাসন। অন্তঃসত্ত্বাকে দু’বার ফিরিয়ে দিল গেরুয়া মধ্যপ্রদেশের সরকারি হাসপাতাল। শেষে ঠেলাগাড়িতেই সন্তানের জন্ম দেন প্রসূতি। সদ্যোজাতকে কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। ২৩ মার্চের ঘটনা। মধ্যপ্রদেশের রতলমে।
প্রসব যন্ত্রণা শুরু হওয়ায় স্বামীর সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রে যান অন্তঃসত্ত্বা। একবার নয়, দু’বার ভর্তি না করে ফিরিয়ে দেয় হাসপাতাল। তৃতীয়বার নিয়ে যাওয়ার পথেই মা হওয়ার স্বপ্ন শেষ মধ্যপ্রদেশের রথলামের বাসিন্দা নিতুর। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বাংলার দিকে আঙুল তোলা বিজেপি রাজ্যে হাসপাতাল পরিষেবা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল গাফিলতির চূড়ান্ত পর্যায়। ঘটনায় চাপে পড়ে কর্তব্যরত নার্সদের উপরই যাবতীয় দায় চাপিয়েছে স্বাস্থ্য দফতর। ব্যবস্থা নেওয়া হয়েছে দুই নার্স ও ব্লক স্বাস্থ্য অধিকর্তার বিরুদ্ধে।

আরও পড়ুন-মৃতের সংখ্যা অন্তত আড়াই হাজার, ত্রাণের বিমান ও জাহাজ পাঠাল ভারত

ঠিক কী হয়েছিল ঘটনাটা? রতলামের শৈলানার বাসিন্দা কৃষ্ণ গোয়ালা ২৩ মার্চ স্ত্রী নিতুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। স্ত্রীর প্রসব যন্ত্রণা ওঠার উপক্রম হওয়ায় চিকিৎসকের দ্বারস্থ হয় দম্পতি। কিন্তু সেখানে এক নার্স তাঁদের বলেন, প্রসবের দুই থেকে তিনদিন দেরি রয়েছে। বাড়ি নিয়ে যান। দুপুরে ফের নিতুর প্রসব যন্ত্রণা উঠলে তাঁকে হাসপাতালে নিয়ে যান কৃষ্ণ। কিন্তু তখন অন্য এক নার্স জানান, প্রসব হতে কয়েক ঘণ্টা দেরি রয়েছে। নিতুকে বাড়ি নিয়ে যেতে হবে।
তৃতীয়বার ভোররাতে প্রবল প্রসব যন্ত্রণায় প্রায় সংজ্ঞা হারানো নিতুকে ঠেলাগাড়িতে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কৃষ্ণ। পথেই সন্তান প্রসব করেন নিতু। সদ্যোজাত ও নিতুকে নিয়ে ফের হাসপাতালে পৌঁছালে সেখানে চিকিৎসকরা জানান, সন্তানের মৃত্যু হয়েছে। ভোররাতে পাগলের মতো স্ত্রীকে ঠেলাগাড়িতে নিয়ে হাসপাতালে পৌঁছনোর চেষ্টা করা কৃষ্ণর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। নেটিজেনরা সেই ভিডিও দেখে রীতিমতো আঁতকে ওঠেন।

Latest article