প্রিমিয়ার লিগের অভিনব উদ্যোগ

ভারতও এর ব্যতিক্রম নয়। এবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সঙ্গে যোগা়োগ আরও নিবিড় করতে অভিনব পদক্ষেপ নিল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

Must read

মুম্বই, ২৯ এপ্রিল : বিশ্বের ফুটবল লিগগুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ। গোটা বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী মুখিয়ে থাকেন প্রিমিয়ার লিগের ম্যাচ টিভির পর্দায় দেখার জন্য। এর ফলে লিগের টিভি স্বত্ত্ব বেচে বিশাল অঙ্কের অর্থ উপার্জন করে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

আরও পড়ুন-স্নেহর ঘূর্ণিতে ফের জয় হরমনপ্রীতদের

ভারতও এর ব্যতিক্রম নয়। এবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সঙ্গে যোগা়োগ আরও নিবিড় করতে অভিনব পদক্ষেপ নিল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। মঙ্গলবার তাদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বাণিজ্য শহর মুম্বইয়ে প্রিমিয়ার লিগের একটি দপ্তর খোলা হল। প্রসঙ্গত, ২০০৭ সাল থেকেই ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের স্কিল প্রোগ্রাম চালিয়ে থাকে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। স্থানীয় প্রতিভাবান ফুটবলারদের প্রশিক্ষণ শিবিরও চালানো হয়। পাশাপাশি রেফারিদের প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা চালু থাকে এই শিবিরগুলোয়।

Latest article