বঙ্গ

উত্তরের দুই জেলায় প্রস্তুতি সভা, মালদহে অঞ্চলে আঁচল-এ প্রচার, দলেনত্রীর বার্তা পৌঁছে দিতে মহিলাদের কর্মসূচি শুরু

ব্যুরো রিপোর্ট: দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা প্রতিটি বাড়িতে পৌঁছে দিতে ময়দানে নামছেন মহিলারা। নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। আগামীর কর্মসূচি দলের মহিলাদের জানাতেই মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে তৃণমূল ভবনে একটি বৈঠক হয়। সেখানেই কর্মসূচির সম্পর্কে জাাননো হয়। ঘোষণা মত ১ এপ্রিল থেকে শুরু হয়েছে কর্মসূচির প্রথম ধাপ অঞ্চলে আঁচল। কলকাতার পাশাপাশি রাজ্যজুড়ে চলছে কর্মসূচি।

আরও পড়ুন-ভূমিকা বদলালেও লক্ষ্য একই রয়েছে, অকপট রোহিত

বুধবার মালদহের বামনগোলায় অঞ্চলে আঁচল কর্মসূচি অনুষ্ঠিত হয়। ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে জগদলা অঞ্চলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মহিলাদের নিয়ে কর্মী সভার পাশাপাশি বিভিন্ন প্রকল্প তুলে ধরে প্রচার করার আহবান জানান উপস্থিত নেতৃবৃন্দ। ভুয়ো ভোটার সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক সরকার,মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আন্না রায় প্রমুখ। পাশাপাশি কোচবিহার ও রায়গঞ্জে হয় এই কর্মসূচির প্রস্তুতি বৈঠক। এদিন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে ছিল মহিলা তৃণমূল কংগ্রেসের সভা।
এই সভায় বক্তা হিসেবে ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, মহিলা তৃণমূল সংগঠনের জেলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা সহ কোচবিহার পৌরসভার ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ, জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন সহ জেলার মহিলা নেত্রীরা। কোচবিহার জেলা পরিষদের মহিলা সদস্যরা ও তৃণমূলের মহিলা সংগঠনের ওয়ার্ড সভানেত্রীরা এদিনের সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-ফেডারেশন সচিবের নিয়োগে স্থগিতাদেশ

কোচবিহার জেলার প্রতিটি বুথ অঞ্চল ও ব্লক স্তরে প্রতিটি বাড়িতে মহিলা কর্মীরা যাবেন এবং বাড়ি বাড়ি গিয়ে দিদি মহিলাদের পাশে এমন একটি লিফলেট সকলের হাতে তুলে ধরা হবে। তাতে গ্রাম ও শহরের সাধারণ মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি উন্নয়ন করেছেন ও রাজ্য সরকার কি কি উন্নয়ন করেছে তা তুলে ধরা হয়েছে এই লিফলেটে৷ যাতে এই সাংগঠনিক কর্মসূচি গুলি সঠিকভাবে পালন করা হয় সে ব্যাপারে প্রস্তুতি নিতে এদিন সাংগঠনিক আলোচনা করা হয়েছে।
রায়গঞ্জের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা মহিলা সভানেত্রী চৈতালী ঘোষ সাহা, দলের রাজ্য সম্পাদিকা পম্পা সরকার, শিল্পী দাস, পুষ্পা মজুমদার সহ এক ঝাঁক নেতৃত্ব ও কর্মীরা।
এদিন জেলা মহিলা তৃণমূল সভানেত্রী চৈতালী ঘোষ সাহা বলেন, মুখ্যমন্ত্রী মহিলাদের সমাজে এগিয়ে আনতে নানা প্রকল্প নিয়ে এসছেন। যার জন্য প্রত্যন্ত এলাকার বহু মহিলা উপকৃত হচ্ছেন। রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চন্দ্রীমা ভট্টাচার্যের নির্দেশে কাজের মাধ্যমে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা সারা বছর মানুষের পাশে থাকে।
এবছর নতুন কর্মসূচি তিনি দিয়েছেন, যার নাম অঞ্চলে আঁচল। শুধু তাই নয় এই কর্মূসূচীর পর থেকে অর্থাৎ ১৬ মে থেকে প্রত্যেক বুথে প্রত্যেক বুথে বুথে গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ করবেন।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago