উচ্চশিক্ষা পাঠ্যক্রমের প্রস্তুতি, তিন বিভাগের জন্য মেডিক্যালে পৃথক বাড়ি

বিভাগটির অধীনে ২০টি ক্রিটিক্যাল কেয়ার শয্যা চালু করার মতো পরিকাঠামো রয়েছে মেডিক্যালের। এমনই বার্তা পাঠানো হয়েছে স্বাস্থ্যভবনে।

Must read

প্রতিবেদন : কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাত শিশুরোগ বা নিওনেটোলজি বিভাগ-সহ ৩টি নতুন বিভাগ তৈরির পরিকল্পনা করা হয়েছে। এজন্য স্বাস্থ্য দফতরের কাছে আর্থিক অনুমোদন চাওয়া হয়েছে বলে ওই হাসপাতাল সূত্রের জানা গিয়েছে। অন্তত ৫০টি আসন নিয়ে নিওনেটোলজি বিভাগটি চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন-গরু-মোষে থানা খাটাল

বর্তমানে মেডিক্যালে শিশুবিভাগের অধীনে নিওনেটোলজির একটি ইউনিট রয়েছে। নতুন বিভাগ চালুর ক্ষেত্রে অনুমোদনের জন্য প্রাথমিকভাবে ন্যূনতম ৩০টি শয্যার দরকার পড়ে। তাদের তা থাকায় এই বিভাগটি দ্রুত চালুর ব্যাপারে মেডিক্যাল কর্তৃপক্ষ আশাবাদী। একই সঙ্গে হাসপাতালে কার্ডিয়াক অ্যানাসথেসিওলজি ও রিউম্যাটোলজি বিভাগ চালু করার জন্যও প্রস্তাব দেওয়া হয়েছে। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ রঘুনাথ মিশ্র জানিয়েছেন, স্বাস্থ্য দফতরের অনুমতি পেলে আগামী বছরই বিভাগগুলিতে উচ্চশিক্ষার পাঠ্যক্রম চালুর চেষ্টা করা হবে। যেভাবে হার্ট ও থোরাসিক অস্ত্রোপচার বাড়ছে, তাতে কার্ডিয়াক অ্যানাসথেসিওলজি বিভাগটির গুরুত্বও উত্তরোত্তর বাড়ছে।

আরও পড়ুন-হাওড়ায় ৫০ ওয়ার্ডেই ডেঙ্গুর রক্ত পরীক্ষা

বিভাগটির অধীনে ২০টি ক্রিটিক্যাল কেয়ার শয্যা চালু করার মতো পরিকাঠামো রয়েছে মেডিক্যালের। এমনই বার্তা পাঠানো হয়েছে স্বাস্থ্যভবনে। রিউম্যাটোলজি বিভাগ বর্তমানে রয়েছে শুধুমাত্র পিজি হাসপাতালে। কিন্তু যেভাবে বিভিন্ন ধরনের বাতজ্বর সংক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, মাত্র একটি মেডিক্যাল কলেজে এই বিভাগ থাকা মোটেই যথেষ্ট নয়। এমনই মত চিকিৎসকদের। মেডিক্যালে হলে তা হবে রাজ্যের দ্বিতীয় রিউম্যাটোলজি বিভাগ।

Latest article