মুচিশা এলবি দত্ত গ্রামীণ হাসপাতালে অভিষেকের উদ্যোগে চালু OT তৈরির কাজ, স্বস্তিতে স্থানীয়রা

Must read

মুচিশা লক্ষ্মীবালা দত্ত গ্রামীণ হাসপাতালের ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে অপারেশন থিয়েটারের কাজ শুরু হল। এই হাসপাতালের উপর নির্ভরশীল মানুষের। এতদিন অপারেশন থিয়েটার। এবার ওটি তৈরির কাজ শুরু হল।

আরও পড়ুন: ২টি বাসের রেষারেষি প্রাণ কাড়ল স্কুল পড়ুয়া

সাতগাছিয়া, বজবজের বিস্তীর্ণ এলাকার মানুষ এই গ্রামীণ হাসপাতালের উপর নির্ভরশীল। এই হাসপাতালে ওটি না থাকায় বহু রোগীকেই কলকাতায় নিয়ে আসতে হয়। কলকাতায় যাবার পথে বেশিরভাগ সময়েই সমস্যায় পড়তে হয় রোগীদের। ভোগান্তির শেষ থাকে না প্রসূতিদেরও। সেই সমস্যার সমাধান হতে চলেছে এবার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে চালু হলো অপারেশন থিয়েটার তৈরীর কাজ। অপারেশন থিয়েটারের জন্য অনুমোদিত ৬ কোটি ৩২ লক্ষ টাকা‌। এক স্থানীয় বাসিন্দা জানালেন, যেদিন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দায়িত্ব নিয়েছেন সেদিন থেকেই এই হাসপাতালের অনেক উন্নতি হয়েছে। সাধারণ মানুষের কথা শুনেই এই হাসপাতালে অপারেশন থিয়েটার তৈরির কাজ শুরু করেছেন। তাই আমাদের সংসদকে ধন্যবাদ জানাচ্ছি।

Latest article