বঙ্গ

রাত পোহালেই ভোট, ছয় কেন্দ্রে জোর কদমে প্রস্তুতি

প্রতিবেদন : রাত পোহালেই ভোট বাংলার ৬ কেন্দ্রে। তার আগে মঙ্গলবার সকাল থেকে ডিসিআরসিতে ভোটকর্মীদের কর্মব্যস্ততা তুঙ্গে। ইতিমধ্যেই ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভোটকর্মীরা। উত্তর ২৪ পরগনার দুই কেন্দ্র নৈহাটি ও হাড়োয়া থেকে শুরু করে উত্তরের দুই কেন্দ্র মাদারিহাট ও সিতাই এবং মেদিনীপুর ও বাঁকুড়ার তালডাংরায় ভোট-ব্যস্ততা চরমে। ৬ কেন্দ্রের উপনির্বাচনে প্রশাসনের পক্ষ থেকে সবরকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। সুষ্ঠু ভোটগ্রহণের সমস্ত ব্যবস্থাই সারা। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশও রাস্তায় রাস্তায় ও গ্রামে গ্রামে টহল দিচ্ছে। নির্বিঘ্নে ভোট-পর্ব মেটানোই লক্ষ্য। ডিসিআরসিতে উপস্থিত থেকে নির্বাচনী আধিকারিক হিসেবে মহকুমা শাসকেরা ভোটের প্রস্তুতি নির্বিঘ্নে সেরেছেন।
এদিকে, প্রচার পর্ব শেষ হওয়ার পর তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা নির্বাচনী কার্যালয়ে বসে ভোটের দিনের কাজকর্ম নিয়ে কর্মীদের সঙ্গে আলোচনা করেন। বিভিন্ন বুথ ঘুরে দেখেন।

আরও পড়ুন-ঋতুকালীন পরিচ্ছন্নতা, পৃথক শৌচালয়ে দেশে প্রথম স্থানে বাংলা

হাড়োয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২,৬৯,১০৩ জন। তার মধ্যে ১,৩৮,৭০৫ পুরুষ, ১,৩০,৩৯৩ জন মহিলা, ৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার। মোট ভোটারের মধ্যে ১৮-১৯ বছরের ভোটারের সংখ্যা ২,২৫৮ জন এবং ৮৫ বছরের বেশি বয়সের ভোটারের সংখা ১,২৩৯ জন। অক্সিলারি-সহ মোট বুথের সংখ্যা ২৭৯টি।
নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মোট ভোটার সংখ্যা ১,৯৩,৮৩৪ জন। তার মধ্যে পুরুষ ৯৬,০৭৪ জন, ৯৭,৭৫২ জন মহিলা এবং ৮ জন তৃতীয় লিঙ্গের ভোটার। মোট ভোটারের মধ্যে ১৮-১৯ বছরের ভোটারের সংখ্যা ১৭৪৫ জন এবং ৮৫ বছরের বেশি বয়সের ভোটারের সংখা ৮২৭ জন। অক্সিলারি-সহ মোট বুথের সংখ্যা ২১০টি।
মেদিনীপুর কলেজে ডিসিআরসি সেন্টার থেকে বিধানসভার ৩০৪টি ভোটকেন্দ্রে রওনা দেন ভোটকর্মীরা। মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে প্রায় ২ লক্ষ ৯২ হাজার ভোটারের ভোটগ্রহণের জন্য প্রায় ১৮০০ ভোটকর্মী নিয়োগ করেছে নির্বাচন কমিশন। আছেন মহিলা ভোটকর্মীরাও। মঙ্গলবার দুপুর থেকে তাঁরা ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্ঘটনা রুখতে কড়া রাজ্য, পরশু বৈঠক

মাদারিহাট বিধানসভা এলাকায় মোট ২২৬টি বুথ রয়েছে। প্রায় ১২০০ ভোটকর্মী এই উপনির্বাচন পরিচালনা করবেন। উপনির্বাচনের নিরাপত্তায় ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৬০০ পুলিশকর্মী নিয়োজিত করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ২,২০,১০১ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১,০৮,২৫৩ জন। মহিলা ভোটার ১,১১,৮৪৩ জন এবং ৫ জন তৃতীয় লিঙ্গ। নির্বাচনের কারণে সোমবার থেকে বন্ধ ভারত-ভুটান সীমান্ত।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

1 hour ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago