প্রস্তুতি আলবার্তোর, ফুরফুরে ইস্টবেঙ্গল

মোহনবাগান ম্যাচ খেলতে না পারলেও ইস্টবেঙ্গলের সামনে নতুন চ্যালেঞ্জ। গোয়ার মাঠে সুপার কাপ সেমিফাইনালের প্রস্তুতি চলছে জোরকদমে।

Must read

প্রতিবেদন : আইএসএল নিয়ে অনিশ্চয়তায় দুই মেরুতে দুই প্রধান। গোয়ায় সুপার কাপের সেমিফাইনালে বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের সামনে পাঞ্জাব এফসি। অন্যদিকে, এক মাস অনুশীলন বন্ধ থাকার পর সোমবার থেকে প্রস্তুতি শুরু করেছে মোহনবাগান। এদিন অনুশীলনে যোগ দেন বাগানের স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রডরিগেজ। দলের সঙ্গে চুটিয়ে ট্রেনিং করেন। বুধবার অনুশীলনে যোগ দেওয়ার কথা দিমিত্রি পেত্রাতোসের।

আরও পড়ুন-এবার দুয়ারে ন্যায্যমূল্যের ওষুধের দোকান, ২৫ ব্লকে খুলতে উদ্যোগী দুই স্বাস্থ্যজেলা

মোহনবাগান ম্যাচ খেলতে না পারলেও ইস্টবেঙ্গলের সামনে নতুন চ্যালেঞ্জ। গোয়ার মাঠে সুপার কাপ সেমিফাইনালের প্রস্তুতি চলছে জোরকদমে। খোশমেজাজে বিপিন সিং, মিগুয়েলরা। বৃহস্পতিবার পাঞ্জাবের বিরুদ্ধে নামার আগে নিজেদের অস্ত্রগুলিকে ঝালিয়ে নিচ্ছেন কোচ অস্কার ব্রুজো। লেফট ব্যাক জয় গুপ্তা অনুশীলনে গোড়ালিতে চোট পাওয়ায় দু’দিন অনুশীলন করেননি। মঙ্গলবার মাঠে এলেও রিহ্যাব করেন। সেমিফাইনালে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

Latest article