বাঁশবেড়িয়ায় প্রস্তুতি তুঙ্গে

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মতো হুগলি জেলার বিখ্যাত বাঁশবেড়িয়ার কার্তিক পুজো। সেই পুজো দোরগোড়ায়। তাই সাজছে বাঁশবেড়িয়া।

Must read

সংবাদদাতা, হুগলি : চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মতো হুগলি জেলার বিখ্যাত বাঁশবেড়িয়ার কার্তিক পুজো। সেই পুজো দোরগোড়ায়। তাই সাজছে বাঁশবেড়িয়া। এখানকার বিশাল মণ্ডপ, বিশাল প্রতিমা, থিমের পুজো, আলোকসজ্জাও সব কিছু মিলে নজরকাড়া আয়োজনে মাতবেন দর্শনার্থীরা। সময়ে প্রস্তুতি সারতে চরম ব্যস্ত পুজো কমিটিগুলি।

আরও পড়ুন-থিমের চমকে তৈরি কাটোয়া

বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর বিশেষ আকর্ষণ কার্তিককে কেন্দ্র ঘরে তেত্রিশ কোটি দেবদেবীর পুজো করা হয়। কোথাও মণ্ডপে গিয়ে দেখা যায় বিশাল শিবমূর্তির পুজো হচ্ছে তো কোথাও দেখা যাবে বিশাল নারায়ণ মূর্তির পুজো হচ্ছে। কোথাও আবার পুজো হচ্ছে নটরাজের। চারদিন ধরে চলে বাঁশবেড়িয়ার কার্তিক পুজো। তাই প্রস্তুতি তুঙ্গে বাঁশবেড়িয়া জুড়ে। পুজো কমিটিগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে পুজোর জন্য। কার্তিক পুজোকে কেন্দ্র করে মেতে ওঠে বাঁশবেড়িয়া-সহ সমগ্র হুগলি জেলা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ভিড় জমান পুজোর ক’টা দিন। পুজোয় আইনশৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সজাগ পুলিশ প্রশাসনও।

Latest article