আর্থিকা দত্ত, জলপাইগুড়ি: উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে শ্রাবণী মেলা ঘিরে শুরু হয়েছে সাজ সাজ রব। এবছরও শ্রাবণ মাস জুড়ে এই মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থী শিবের জন্মমাস উপলক্ষে ‘বাবা জল্পেশ’-এর মাথায় জল ঢালতে ছুটে আসেন বিভিন্ন প্রান্ত থেকে। সেই ভিড় সামলাতে ও পুণ্যার্থীদের ভোগান্তি ঠেকাতে তৎপর হয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন-বৃষ্টি উপেক্ষা করে একুশে ধর্মতলা চলোর সমর্থনে সায়নীর জনসভায় জনজোয়ার
মন্দির কমিটির সম্পাদক গিরীন্দ্রনাথ দেব জানিয়েছেন, মেলার প্রস্তুতি শেষ পর্যায়ে। মন্দিরচত্বরে আধুনিক পরিকাঠামো গড়ে তোলা হয়েছে রাজ্য সরকারের সহযোগিতায়। পুণ্যার্থীদের সুবিধার্থে জর্দান নদীর উপর একটি নতুন সেতু তৈরি হয়েছে, যাতে সহজে মন্দিরে পৌঁছনো যায়। আগের বাঁশের সেতুর পরিবর্তে হয়েছে সুরক্ষিত ফুটব্রিজ। ফলে এবার যানজট এবং অতিরিক্ত ভিড় সামলানো আরও সহজ হবে। মেলায় প্রবেশের জন্য থাকছে দুটি পৃথক টিকিট কাউন্টার— একটি মেলার মাঠে, অন্যটি মন্দিরচত্বরে। এতে পুণ্যার্থীরা মেলার মাঠে যানবাহন রেখে সেখান থেকেই টিকিট কেটে ফুটব্রিজ বা নতুন ব্রিজ পেরিয়ে অনায়াসে মন্দিরে প্রবেশ করতে পারবেন। আগের মত লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশ, সিভিক ভলান্টিয়ার, সিভিল ডিফেন্স কর্মী ও মন্দিরের নিজস্ব স্বেচ্ছাসেবকরা। পুণ্যার্থীদের স্বাস্থ্যসুরক্ষায় থাকবে দুটি অ্যাম্বুল্যান্স ও স্বাস্থ্য দফতরের বিশেষ টিম।