দলগঠনের প্রস্তুতি শুরু ইস্টবেঙ্গলে, প্রাক্তনদের সঙ্গে বৈঠকে ক্লাব কর্তারা

ক্লাব কর্তারা তাই আগেভাগেই যেমন নতুন লগ্নিকারীর খোঁজে নেমেছেন, তেমনই প্রাক্তন ফুটবলারদের পরামর্শ নিয়ে নতুন মরশুমের জন্য দলগঠনও শুরু করে দিচ্ছেন।

Must read

প্রতিবেদন : চলতি আইএসএলে ক্লাবের শেষ ম্যাচের পরই ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্ট। ক্লাব কর্তারা তাই আগেভাগেই যেমন নতুন লগ্নিকারীর খোঁজে নেমেছেন, তেমনই প্রাক্তন ফুটবলারদের পরামর্শ নিয়ে নতুন মরশুমের জন্য দলগঠনও শুরু করে দিচ্ছেন। শুক্রবার ক্লাব তাঁবুতে ক্লাবের একঝাঁক প্রাক্তন ফুটবলারদের সঙ্গে বৈঠকে বসেন শীর্ষ কর্তা দেবব্রত সরকাররা।

আরও পড়ুন-যুদ্ধের জের, রাশিয়া থেকে ফাইনাল প্যারিসে চ্যাম্পিসন্স লিগ

সেখানে নতুন মরশুমের দলগঠন নিয়ে আলোচনা হয়। মনোরঞ্জন ভট্টাচার্য, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, অতনু ভট্টাচার্যরা ক্লাবকে পরামর্শ দেন, কলকাতা লিগ, শিল্ড ও ডুরান্ড কাপ খেলার জন্য। ক্লাবও বাংলা ও ভিনরাজ্যের কিছু ফুটবলারদের নিয়ে রিজার্ভ দল তৈরি করে এই প্রতিযোগিতায় খেলতে চায়।

Latest article