প্যারিস, ১৮ জুলাই : এই প্রথমবার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান মূল স্টেডিয়ামের পরিবর্তে হবে নদীতে। প্যারিসের স্যেন নদীর বুকে উদ্বোধনী অনুষ্ঠান আকর্ষণীয় করার প্রস্তুতি চলছে জোরকদমে। অলিম্পিকে অংশগ্রহণকারী অ্যাথলিটদের প্রথম দল বৃহস্পতিবার প্যারিসে পৌঁছেছে। আগামী সপ্তাহে ২৬ জুলাই অলিম্পিকের উদ্বোধন। তার এক সপ্তাহ আগে থেকেই মধ্য প্যারিসে লকডাউন পরিস্থিতি।
বৃহস্পতিবার স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্যারিসে সেন্ট্রাল মেট্রো স্টেশনগুলো উদ্বোধনী অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। যান চলাচল নিয়ন্ত্রিত হবে। উদ্বোধনী প্যারেডে ৬০০০-৭০০০ অ্যাথলিট অংশ নেবেন। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ১০০ বার্জ এবং বোট অ্যাথলিটদের নিয়ে যাবে নদীর বুকে। স্যেন নদীর ধারে জেটিগুলোতে দর্শকদের বসার ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন-উত্তাল বাংলাদেশ: কোটা আন্দোলনে মৃত্যু বেড়ে ১১
মূল স্টেডিয়ামের বাইরে উদ্বোধনী অনুষ্ঠান। নদীর ধারে বিভিন্ন স্ট্যান্ডস, জেটি এবং আশপাশের অ্যাপার্টমেন্ট থেকে দর্শকরা অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন। নদীর বুকে কয়েকটি ইভেন্টও অনুষ্ঠিত হবে। তারজন্য অস্থায়ী পরিকাঠামোও তৈরি হয়েছে। শুধু মধ্য প্যারিস নয়, ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ঘিরে কার্যত গোটা প্যারিসই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ১০ হাজার ফরাসি সৈন্যের পাশাপাশি প্রায় ৪৫০০০ নিরাপত্তা অফিসারকে নিয়োগ করা হয়েছে। প্রায় ২০০০ বিদেশি নিরাপত্তারক্ষী বা পুলিশ থাকছে। ভারতের সিএপিএফ-এর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াড বা কুকুর-বাহিনী প্যারিসে পৌঁছে গিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তারক্ষীদের সাহায্য নেওয়া হচ্ছে। গেমস ভিলেজ, বিভিন্ন ভেনু-সহ অলিম্পিকের বিভিন্ন কেন্দ্রের নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছে প্যারিস প্রশাসন। গেমসের ডিরেক্টর জেনারেল এতিয়েনে থোবোইস বলেছেন, ‘কোনও জঙ্গি হুমকি এই মুহূর্তে নেই। তবু আমরা গেমসের নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছি।’