মোহালি, ৮ মার্চ : একটা দিন বিশ্রাম নিয়ে মঙ্গলবার ফের মাঠে নেমে পড়লেন বিরাট কোহলি। তাঁর সঙ্গে ছিলেন শুভমান গিল, মহম্মদ সিরাজ-সহ ভারতীয় দলের অনেকেই। তিনদিনে প্রথম টেস্ট জেতার পর ভারতীয় দল মোহালিতেই থেকে গিয়েছিল। এবার তাদের সামনে বেঙ্গালুরুর দিন-রাতের টেস্ট। সেই প্রস্তুতি মোহালিতে সেরে নিলেন তাঁরা।
আরও পড়ুন-মুর্শিদাবাদ ঐতিহ্য উৎসব ১১ মার্চ থেকে
বায়ো-বাবলের জন্য এখন ম্যাচ আগে শেষ হলেও পরের ভেনুতে নির্ধারিত সময়ের আগে যাওয়া মুশকিল। ভারতীয় দলও এই দু’দিন মোহালিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। মঙ্গলবার মোহালির নেটে অনেকক্ষণ ব্যাট করতে দেখা গেল কিং কোহলিকে। নিজের শততম টেস্টে আশা জাগিয়েও আউট হয়েছিলেন ৪৫ রানে। এবার বেঙ্গালুরু টেস্ট। রান পেতে মরিয়া প্রাক্তন অধিনায়ক।
আরও পড়ুন-খেলে এক পয়সাও পাইনি, অকপট শান্তা
আরসিবিতে খেলার সুবাদে বেঙ্গালুরু এখন বিরাটের সেকেন্ড হোম। তাঁর অভিনেত্রী স্ত্রী অনুষ্কার পড়াশুনা ও বেড়ে ওঠা সবই গার্ডেন সিটিতে। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে গোলাপি টেস্ট। নিজের সেকেন্ড হোমে আড়াই বছরের সেঞ্চুরির খরা কাটাতে বিরাট যে কতটা মরিয়া, তার প্রমাণ পাওয়া গেল মোহালিতে এদিনের অপশনাল প্র্যাকটিসেও প্রবল উদ্যমে নেমে পড়ায়। তাঁর সঙ্গে ছিলেন দ্রাবিড় ও বিক্রম রাঠোর।
এর আগে ভারতে দুটি গোলাপি বলের টেস্ট হয়েছে। কলকাতা ও আমেদাবাদের এই দুটি টেস্ট ভারতই জিতেছে।
আরও পড়ুন-তোপের মুখে শাকিব
বেঙ্গালুরুর উইকেট প্রথমদিকে ব্যাটিং সহায়ক হয়। পরে বল ঘোরে। গোলাপি টেস্টে ভারত হয়তো তিন স্পিনারে যাবে না। অক্ষর প্যাটেল ফিরে এসেছেন। গোলাপি বলে ক্রিকেট বলে বাড়তি সিমার হিসাবে সিরাজের নামও আসছে। যিনি আইপিএলে আরসিবির হয়ে খেলেন বলে চিন্নাস্বামী মাঠকে অনেক ভাল চেনেন। ফলে অক্ষরের আগে নাম উঠছে সিরাজের।