সংবাদদাতা, জঙ্গিপুর : মুর্শিদাবাদ সফরে আসছেন মুখ্যমন্ত্রী সামনের সপ্তাহে। ওই দিন জেলা পুলিশ প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক ছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা উপভোক্তাদের বিতরণ করবেন। ওঁর একাধিক কর্মসূচি রয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, সভাস্থল কোথায় হবে তা চূড়ান্ত না হলেও প্রাথমিকভাবে ঠিক হয়েছে ছাবঘাটি ময়দানে হতে পারে। ২০২৪-এর ১৯ এপ্রিল সেই মাঠেই মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা হয়েছিল।
আরও পড়ুন-কেন্দ্রের শ্রম-বিরোধী আইনের বিরুদ্ধে কলকাতা-হাওড়ায় সমাবেশ, মিছিল
ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বলেন, সামনের সপ্তাহে মুখ্যমন্ত্রী প্রথমে সামশেরগঞ্জ এবং ধুলিয়ানে আসবেন। সেখানে সাম্প্রতিক হিংসায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ছাড়াও ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলবেন। তাঁদের হাতে সাহায্যও দেবেন। সম্প্রতি মেদিনীপুরের এক সরকারি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন মে মাসের প্রথম সপ্তাহে তিনি ধুলিয়ান এবং সামশেরগঞ্জ যাবেন। ওই সভা থেকেই ঘোষণা করেন, হিংসার আগুনে যে সমস্ত পরিবারের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের আবাস যোজনায় নতুন করে বাড়ি তৈরি করে দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত দোকানদারদের জন্য বিশেষ প্রকল্প ঘোষণা হতে পারে। মুখ্যমন্ত্রীর জেলায় আসার খবরে প্রশাসনের শীর্ষমহলে তৎপরতা তুঙ্গে। কোন প্রকল্পের উদ্বোধন হবে, কোন প্রকল্পের শিলান্যাস হবে এবং কোন প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে তার তালিকা তৈরিতে সবাই ব্যস্ত। উল্লেখ্য, ইতিমধ্যেই তৃণমূলের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা দলীয় পতাকা পাশে সরিয়ে রেখে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার ও দোকানদারের হাতে প্রায় ৪ কোটি টাকার অর্থসাহায্য তুলে দিয়েছেন।