সংবাদদাতা, আলিপুরদুয়ার : সামনেই লোকসভা নির্বাচন। এর আগে ফের একবার ডুয়ার্সের প্রান্তিক জেলা আলিপুরদুয়ার আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই তাঁর এই উত্তরবঙ্গ সফর বলে মনে করছে রাজনৈতিক মহল। আসছেন। তৃণমূলের দলীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী ডিসেম্বর মাসেই উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে সে-সময় বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সূত্রের পাওয়া খবর অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর শহরের প্যারেড গ্রাউন্ড ময়দানে সরকারি পরিষেবা প্রদান নিয়ে একটি সভা করবেন মুখ্যমন্ত্রী। যদিও এই সফর নিয়ে সরকারিভাবে এখনও পর্যন্ত কোনও ঘোষণা করা হয়নি। এই সফরে হাসিমারার মালঙ্গী বাংলোতে থাকবার কথা মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যে শুক্রবার জেলা তৃণমূল নেতৃত্ব মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সফরকে ঘিরে প্রস্তুতিসভা সম্পন্ন করল রবীন্দ্র ভবনে। এদিন প্রস্তুতি সভায় যোগ দেন রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক, জেলা তৃণমূল চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা, মৃদুল গোস্বামী, পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর এবং জেপরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব-সহ জেলা নেতৃত্ব। এই প্রসঙ্গে সভার সাংসদ প্রকাশচিক বরাইক জানান, মুখ্যমন্ত্রী আগামী দশ তারিখ আলিপুরদুয়ারে সরকারি পরিষেবা প্রদানকারী একটি অনুষ্ঠানে যোগ দেবেন, এখনও পুরোপুরি কর্মসূচি জানা যায়নি।
আরও পড়ুন- এএফসি ভুলে আজ জয় চায় সবুজ-মেরুন